Rashid Khan's wife Joyeeta Basu Khan: প্রেমে বাধা হয়নি বেড়াজাল, রাশিদের ছন্দের দোসর স্ত্রী জয়িতাই, তাঁদের আনন্দ মুহূর্ত এখন স্মৃতির জলছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rashid Khan's wife Joyeeta Basu Khan:তাঁদের প্রেমে, ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিভেদের বেড়াজাল। মাত্র ২৩ বছর বয়সে প্রেমিকা জয়িতাকে বিয়ে করেন রাশিদ। জীবনভর একে অন্যের হাত ধরে ছিলেন শক্ত করে।
advertisement
1/9

তখনও তিনি সঙ্গীতসাধক। তবে লব্ধ প্রতিষ্ঠিত হননি। অন্যদিকে হবু স্ত্রী এমবিএ পাঠরতা। এমনই এক মাহেন্দ্রক্ষণে ১৯৯০ সালে প্রথম আলাপ হয়েছিল রাশিদ খান এবং জয়িতার।
advertisement
2/9
জন্মস্থান উত্তরপ্রদেশের বদায়ুঁ থেকে কলকাতায় এসে মনেপ্রাণে বাঙালি হয়ে গিয়েছিলেন রাশিদ। মনও দিয়েছিলেন বাঙালিনীকেই। প্রেম থেকে দাম্পত্যের চৌকাঠে পা রাখতে বেশি সময় নেননি।
advertisement
3/9
তাঁদের প্রেমে, ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিভেদের বেড়াজাল। মাত্র ২৩ বছর বয়সে প্রেমিকা জয়িতাকে বিয়ে করেন রাশিদ। জীবনভর একে অন্যের হাত ধরে ছিলেন শক্ত করে।
advertisement
4/9
পরবর্তীতে এক আলাপচারিতায় রাশিদ বলেছিলেন স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই তাঁর জীবনের সেরা মুহূর্ত। অর্ধাঙ্গিনী জয়িতা তথা সোমা তাঁর জীবন পাল্টে দিয়েছে। তিনি ওঁর কাছে কৃতজ্ঞ।
advertisement
5/9
বিবাহোত্তর জীবনে সোমা পরিচিত জয়িতা বসু খান পরিচয়ে। উস্তাদ রাশিদ খান অ্যাকাডেমি-র বর্তমান ম্যানেজিং ডিরেক্টর তিনিই।
advertisement
6/9
গুয়াহাটি কটন কলেজের প্রাক্তনী, আদতে গুয়াহাটির মেয়ে সোমা তথা জয়িতা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এবং সক্রিয়।
advertisement
7/9
রাশিদ এবং জয়িতার তিন সন্তান। সুহা, শাওনা এবং আরমান। তিন ভাইবোনই পা রেখেছেন তাঁদের বাবার দেখানো পথে।
advertisement
8/9
সুহা এবং শাওনা প্রশিক্ষণ পেয়েছেন উস্তাদ রাশিদ খান অ্যাকাডেমিতে। বাবার সঙ্গে পারফর্মও করেছেন তাঁরা। আরমান ইনস্টাগ্রাম সেনসেশন। তিনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন।
advertisement
9/9
রাশিদ এবং জয়িতার বিয়ের তারিখ ২ ডিসেম্বর। ৩২ বছরের দাম্পত্যজীবন কাটানোর পর রাশিদ পাড়ি দিলেন না ফেরার দেশে। কিন্তু তাঁর উপস্থিতি প্রতি মুহূর্তে আছে জয়িতারই পাশে। সুর, তাল, ছন্দের দোসর হয়ে। (সব ছবি: জয়িতা বসু খানের ফেসবুক পেজ থেকে)