Ustad Rashid Khan Demise: ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 'উস্তাদ'! ফিরে দেখা 'রাশিদ খান'-এর বর্ণময় জীবন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ustad Rashid Khan Demise: আবার নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি৷ শোকের ছায়া গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
1/7

আবার নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি৷ শোকের ছায়া গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
2/7
উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্মগ্রহণ করেন উস্তাদ রাশিদ খান । তিনি তার মামা ওস্তাদ নিসার হোসেন খানের (১৯০৯-১৯৯৩) কাছ থেকে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ওস্তাদ গোলাম মুস্তফা খানের ভাগ্নে ছিলেন।
advertisement
3/7
ছোটবেলায় গানের প্রতি তাঁর আগ্রহ কম ছিল। তাঁর কাকা গোলাম মুস্তফা খান তাঁর সঙ্গীত প্রতিভা লক্ষ্য করেন প্রথম এবং তারপরই কিছু সময়ের জন্য তাঁকে মুম্বাইতে প্রশিক্ষণ দিয়েছিলেন । তিনি জীবনের প্রধান প্রশিক্ষণ নিসার হোসেন খানের কাছ থেকে গ্রহণ করেন, প্রাথমিকভাবে বাদায়ুনে তার বাড়িতে। ঘন্টার পর ঘন্টা ধরে অনুশীলন করাতেন রশিদ খানকে৷
advertisement
4/7
ছোটবেলায় রশিদ এসব পাঠকে পছন্দ না করলেও সুশৃঙ্খল প্রশিক্ষণ আজ তাঁর দক্ষতার পরিচয় দেয়। ১৮ বছর বয়স থেকে রশিদ খান প্রকৃত অর্থে তাঁর সঙ্গীত প্রশিক্ষণ উপভোগ করতে শুরু করেছিলেন।
advertisement
5/7
মাত্র ১১ বছর বয়সে রাশিদ তাঁর প্রথম সঙ্গীতানুষ্ঠান করেন।পরের বছর ১৯৭৮ সালে তিনি দিল্লিতে একটি আইটিসি কনসার্টে পারফর্ম করেন। তারপর ১৯৮০ সালের এপ্রিল মাসে, যখন নিসার হুসেন খান আইটিসি সঙ্গীত গবেষণা অ্যাকাডেমি (এসআরএ), কলকাতায় চলে যান , রশিদ খানও ১৪ বছর বয়সে অ্যাকাডেমিতে যোগ দেন ।
advertisement
6/7
রশিদ খান খাঁটি হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সাথে মিশ্রিত করার জন্যও পরীক্ষা করেছেন৷ শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন উস্তাদ রাশিদ খান। প্রতিটি গান সকলের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন৷
advertisement
7/7
একাধিক পুরস্কার রয়েছে উস্তাদ রাশিদ খানের ঝুলিতে৷ ২০০৬ সালে তিনি পদ্মশ্রী , পাশাপাশি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন । তারপর ২০১২ সালে বঙ্গভূষণ পুরস্কার, ২০১০ সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, ২০১২ সালে মহা সঙ্গীত সম্মান পুরস্কার, ২০১৩ সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস, এবং ২০২২ সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন রাশিদ খান৷ গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি গোটা বিনোদন ইন্ডাস্ট্রিতে৷