TRENDING:

Ushasi-Sudipta-Sanchari: ঢাকের তালে কোমর দোলে তিন নায়িকার, পুজোর এত আগে ধুনুচিতে মত্ত কেন উষসী-সুদীপ্তা-সঞ্চারী!

Last Updated:
Ushasi-Sudipta-Sanchari: এদিন পুজোর সাজে অপরূপা হয়ে ধরা দিলেন অভিনেত্রী উষসী রায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সি ও সঞ্চারি আঢ্য। পুজোর সাজে সেজে উঠেছিল গোটা বনেদি বাড়ি। তারই মধ্যে ঢাকের তালে তালে তিন নায়িকার ধুনুচি নাচ।
advertisement
1/6
ঢাকের তালে কোমর দোলে তিন নায়িকার, পুজোর আগে ধুনুচিতে মত্ত উষসী-সুদীপ্তা-সঞ্চারী!
ঋতু তো এখন ঘোর বর্ষা। এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। আর এসবের মধ্যেই বারেবারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়।
advertisement
2/6
দুর্গা মায়ের আসতে তো আর বেশি দেরি নেই। জানান দিচ্ছে শিউলির বাস, দু্র্গা মায়ের মাটির গন্ধ।
advertisement
3/6
ইতিমধ্যেই পুজোর সাজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাঙালি। কোথাও কোন পোশাক কম দামে পাওয়া যাবে তা নিয়ে খোঁজ খবর করাও শুরু হয়ে গিয়েছে।
advertisement
4/6
আসন্ন পুজোর মরশুমের কথা মাথায় রেখে তাদের পুজোর ফটোশ্যুট সেরে ফেলল ‘দ্য মাইক্রপোয়েমস’। বাঙালি বনেদি বাড়িতে সুবিশাল পুজোর আয়োজনে ছিলেন কৌস্তভ চট্টোপাধ্যায়। এই ফটোশ্যুটের আয়োজন করেছেন অমল দাসের ‘দ্য ক্যাপচার’।
advertisement
5/6
এদিন পুজোর সাজে অপরূপা হয়ে ধরা দিলেন অভিনেত্রী উষসী রায়, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সি ও সঞ্চারি আঢ্য। পুজোর সাজে সেজে উঠেছিল গোটা বনেদি বাড়ি। তারই মধ্যে ঢাকের তালে তালে তিন নায়িকার ধুনুচি নাচ।
advertisement
6/6
এখানেই শেষ নয়, আগামী দিনে আরও চমক আসতে চলেছে ‘দ্য মাইক্রপোয়েমস’ এবং ‘দ্য ক্যাপচার’। ইতিমধ্যেই এই সমস্ত ছবিতে মুগ্ধ জনতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ushasi-Sudipta-Sanchari: ঢাকের তালে কোমর দোলে তিন নায়িকার, পুজোর এত আগে ধুনুচিতে মত্ত কেন উষসী-সুদীপ্তা-সঞ্চারী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল