Urfi Javed: গলায় ফাঁস লাগিয়ে আত্নঘাতী উরফি? রাগে ফেটে পড়লেন ইন্টারনেট সেনসেশন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Urfi Javed: পাপারাজ্জিদের ক্যামেরায় যিনি রোজই নতুন অবতারে ধরা দেন, তাঁর এ কী হল!
advertisement
1/6

সাংঘাতিক খবর! আত্মঘাতী হয়েছেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ। হঠাৎই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল এমন খবর। খবর দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। পাপারাজ্জিদের ক্যামেরায় যিনি রোজই নতুন অবতারে ধরা দেন, তাঁর এ কী হল!
advertisement
2/6
কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় খবরটি একেবারে ভুয়ো। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বেজায় চটেছেন খোদ উরফি। যারা এই খবর ছড়িয়েছে তাদের একহাত নিতেও ছাড়েননি বিগবস ওটিটি খ্যাত উরফি।
advertisement
3/6
বিনোদন জগতের সঙ্গে গুজব জড়িয়ে থাকে। আর তারকাদের ব্যক্তিগত জীবনই যেন কখনও কখনও দর্শকদের মনোরঞ্জনের বিষয় হয়ে ওঠে। কিন্তু তা বলে মৃত্যুর খবর? তাই রেগে গিয়েছেন উরফি।
advertisement
4/6
উরফি বরাবরই ব্যতিক্রমী সাজে ধরা দেন। কিছু দিন ভারী চেন গলায় ঝুলিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে আসেন উরফি। আর তার পরেই সেই চেনের দাগ পড়ে যায় উরফির ঘাড়ে।
advertisement
5/6
সেই ছবিকেই এডিট করে খবর ছড়ানো হয় যে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন উরফি। এর পরেই তীব্র সমালোচনায় ফেটে পড়েন ইন্টারনেট সেনসেশন।
advertisement
6/6
উরফি বলেন,এতদিন ধরে বহু বার খুনের হুমকি পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার তাঁকে নিয়ে এমন খবর ছড়ানো হল। প্রসঙ্গত, উরফি এই মুহূর্তে চণ্ডীগড় নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত।