Urfi Javed's Sad Past Life|| কত বয়সে 'পর্ন সাইটে' আপলোড হয়েছিল ছবি? সাক্ষাৎকারে ভেঙে পড়লেন উরফি জাভেদ...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Urfi Javed's Sad Past Life: উরফি জাভেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন তাঁর বয়স ছিল ১৫ বছর, তখন কেউ একজন তার একটি ছবি প্রাপ্তবয়স্কদের সাইটে আপলোড করে দিয়েছিলেন। যার পরে কেবল সমাজই নয়, পরিবারের মধ্যেও তাঁকে অনেক হেনস্থা সহ্য করতে হয়েছিল।
advertisement
1/9

*উরফি জাভেদকে কে না চেনেন? বিগ বস ওটিটি থেকে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। ফ্যাশন সেন্সের জন্য উরফি প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন। এ ছাড়াও তিনি প্রায়শই তাঁর পোশাকের জন্য ট্রোলড হন। সম্প্রতি, উরফি বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা গোপন কথা ফাঁস করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/9
*উরফি জাভেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন তাঁর বয়স ছিল ১৫ বছর, তখন কেউ একজন তার একটি ছবি প্রাপ্তবয়স্কদের সাইটে আপলোড করে দিয়েছিলেন। যার পরে কেবল সমাজই নয়, পরিবারের মধ্যেও তাঁকে অনেক হেনস্তা সহ্য করতে হয়েছিল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/9
*আরজে আনমোল এবং অমৃতা রাওয়ের সঙ্গে কোথা বলার সময়ে উরফি জাভেদ বলেন, তখন তিনি লখনউতে ছিলেন। বয়স ১৫ বছর। একটা অফ শোল্ডার টপ পরেছিলাম। তখনকার দিনে, লখনউতে এমন পোশাক সেভাবে পরতেন না। এমতাবস্থায় আমি আমার একটা টপ কেটে সেটাকে অফ-শোল্ডার বানিয়ে ফেলেছিলাম। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/9
*উরফি বলেন, সেই টপ পরে একটি ছবি তুলেছিলাম এবং সেই ছবি ফেসবুকে আপলোড করেছিলাম। ফেসবুক থেকে সেই ছবি কেউ একজন প্রাপ্তবয়স্কদের সাইটে ছবি আপলোড করে দিয়েছিল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/9
*আলাপচারিতায় উরফি আরও বলেন, এটি একটি সাধারণ টিউব টপ ছিল। তাতে খারাপ বা নোংরা কিছুই ছিল না। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/9
*কিন্তু মানুষ উরফিকে কুত্তা বলেও সম্বোধন করেছিল সেই সময়ে। পুরো শহর, এমনকি তাঁর পরিবারের অনেকেই তাতে জড়িত ছিল। একটা মেয়ে এমন পোশাক পরেছে, তা নাকি সাহসিকতার পরিচয়। ছবিটা ফেসবুকে আপলোড করেছিলে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/9
*অমৃতা রাও এবং আরজে আনমোল উরফি জাভেদকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি সেই সময়ে এই পরিস্থিতি কীভাবে সামলালেন? ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/9
*প্রশ্নের জবাবে উরফি বলেন, এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করতে হয়, তা জানতাম না। অসুবিধায় পড়লেই বুঝতে পারবেন আপনি কতটা শক্তিশালী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/9
*উরফি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে দুটিই পথ, হয় লড়াই করা, নয়তো মরে যাওয়া। কিন্তু আমার মরার সাহস ছিল না, তাই আমি লড়াই করা বেছে নিয়েছিলাম এবং আমার পরিবারের ভালবাসা ফিরে পেয়েছি। ছবি: ইনস্টাগ্রাম।