TRENDING:

Urfi Javed: ‘প্রডিউসার নিজে এসেই আমার জামা খুলে দেন...! ’ একটি লেসবিয়ান দৃশ্যে শ্যুট করার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন উরফি

Last Updated:
Urfi Javed once forced to perform lesbian scene: এক সাক্ষাৎকারে উরফি জানান, একবার তাঁকে একটি ছবিতে লেসবিয়ান সিনে অভিনয় করার জন্য জোর করা হয় ৷ প্রযোজককে অনেক অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি ৷
advertisement
1/5
‘প্রডিউসার নিজে এসেই আমার জামা খুলে দেন...! ’ ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন উরফি
উরফি জাভেদ ৷ কয়েক মাস আগেও হয়তো কেউ তাঁকে সেভাবে চিনতেন না ৷ কিন্তু বিগ বস ওটিটি-র পরেই নজরে আসেন তিনি ৷ তারপর তাঁর পোশাকের ধরন নিয়ে শুরু হয় বিশেষ চর্চা ৷ Photo: Instagram
advertisement
2/5
পোশাক নিয়ে যে রকম সাহসী এক্সপেরিমেন্ট উরফি করেন, তা এ দেশে নায়িকাদের মধ্যে খুব একটা দেখা যায় না ৷ উরফির সাহসিকতার জন্য অনেকেই অবশ্য তাঁকে বেশ উৎসাহও দিচ্ছেন। Photo: Instagram
advertisement
3/5
তাঁর পোশাক নিয়ে কেউ প্রশ্ন করলে কিছু যায় আসে না উরফির ৷ তিনি থাকবেন নিজের মতো করেই ৷ তা স্পষ্ট করে দিয়েছেন মডেল-অভিনেত্রী ৷ উরফির পোশাক নিয়ে নেটিজেনদের অনেকেরই বক্তব্য, ‘এমন খোলা পোশাক কে পরে?’ কেউ আবার লিখেছেন, ‘এদের কোনও কাণ্ডজ্ঞান নেই! যা খুশি পরলেই হল’। Photo: Instagram
advertisement
4/5
ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, একবার তাঁকে একটি ছবিতে লেসবিয়ান সিনে অভিনয় করার জন্য জোর করা হয় ৷ প্রযোজককে অনেক অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তিনি বলেন, ‘‘ একটা লেসবিয়ান সিনের শ্যুট করার জন্য আমাকে জোর করা হয় ৷ আমি বিছানায় বসে কাঁদছিলাম ৷ অনেক অনুরোধ জানানো সত্ত্বেও ওরা আমার কথা শোনেননি ৷ আমি জানিয়েছিলাম, এমন দৃশ্যে আমি শ্যুট করতে পারব না, মাফ করবেন ৷ কিন্তু ফিল্ম প্রযোজক আমাকে বলতে থাকেন, ছবিতে সই যখন করেছি, তখন এই শ্যুট করতেই হবে আমাকে ৷ নাহলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷’’ Photo: Instagram
advertisement
5/5
পাশাপাশি উরফি আরও বলেন, ‘‘প্রডিউসার নিজে এসেই এই শ্যুটের জন্য আমার জামা খুলে নেন ৷ আমি অনেকবার বলেছিলাম এমনটা না করতে ৷ আমি তখন শুধু ব্রা পরে ছিলাম ৷ আর অন্য মেয়েটিকে তাঁর অন্তর্বাসও খুলে ফেলতে বলা হয় ৷ ’’ Photo: Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
Urfi Javed: ‘প্রডিউসার নিজে এসেই আমার জামা খুলে দেন...! ’ একটি লেসবিয়ান দৃশ্যে শ্যুট করার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন উরফি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল