Uorfi Javed Mother: স্বামী ছেড়ে গিয়েছেন আগেই, মেয়েকে দশ গোল দেবেন সুন্দরী জাকিয়া! উরফির মাকে দেখে চমকে নেটপাড়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Uorfi Javed Mother: সম্প্রতি একটি ভিডিওতে মায়ের সঙ্গে দেখা গিয়েছে উরফিকে। মহিলাকে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। উরফিরা তিন বোন এবং এক ভাই।
advertisement
1/8

উরফ জাভেদ। এক নামেই পরিচিত। আদবকায়দা, পোশাকের ধরন, কটাক্ষ সামলানো, নিজের দক্ষতায় খ্যাতি অর্জন করেছেন মডেল-অভিনেত্রী। সেই উরফির মাকে চেনেন?
advertisement
2/8
নেটিজেনরা তাঁকে উরফির দিদি বলে ভুল করেন বারবার। চার সন্তানের মা জাকিয়া সুলতানা এই বয়সেও মডেল-মেয়েকে দশ গোল দিতে পারেন।
advertisement
3/8
সম্প্রতি একটি ভিডিওতে মায়ের সঙ্গে দেখা গিয়েছে উরফিকে। মহিলাকে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। উরফিরা তিন বোন এবং এক ভাই।
advertisement
4/8
উরফি তাঁর বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন অনেক বছর আগেই। উরফির অভিযোগ, তাঁদের বাবা তাঁর মা এবং ভাইবোনদের মারধর করতেন। উরফির গায়েও বহুবার হাত তুলেছেন।
advertisement
5/8
তার পর থেকে উরফির মা একাই লালন করেছেন তাঁর চার সন্তানকে। ‘বিগ বস ওটিটি’-র এই জনপ্রিয় তারকাকে বাড়ি থেকেও পালিয়ে যেতে হয়েছিল বাবার কারণে।
advertisement
6/8
অতীতের অনেক গোপণ কথা ও বিশেষত নিজের বাবার সঙ্গে হওয়া এক তিক্ত অতীতের প্রসঙ্গ তুলে আনেন উরফি। উরফির বক্তব্য, ‘‘আমাকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করা হত। মাত্র ১৭ বছর বয়সে আমি দিল্লিতে পালিয়ে আসি। আমি আত্মহত্যা করতেও গিয়েছিলাম।’’
advertisement
7/8
এক বার বাবার হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবা ততক্ষণ মেরেছিলেন, যতক্ষণটা উরফি অজ্ঞান হয়ে যান। দিল্লি হয়ে তিনি আসেন মুম্বই। আর সেখানেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন।
advertisement
8/8
যেই জামাকাপড়ের জন্য আত্মীয়রা তাঁকে পর্নতারকা বলে নিন্দা করতেন, আজ সেই পোশাকের কারণেই তিনি বিখ্যাত। আর তাঁর মা তাঁকে সর্বদা সমর্থন করে এসেছেন তাঁর পেশায়।