Urfi Javed brutally Trolled|| পিঠে এক চিলতে সুতো পর্যন্ত নেই! ভিড় রাস্তায় দৌড়ে নির্মম কটাক্ষের শিকার উরফি জাভেদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Urfi Javed brutally Trolled: বর্তমানে এমন একটা দিনও সম্ভবত যায় না, যে দিন উরফিকে ট্রোলের শিকার হতে হয় না। কিন্তু সবেতেই নির্বিকার নায়িকা। তাঁকে যে যাই বলুন না কেন , কিছুতেই কিছু যায়ে-আসে না।
advertisement
1/8

*'বিগ বস ওটিটি' খ্যাত উরফি জাভেদ তাঁর সাহসী ছবি এবং অনন্য ফ্যাশন শৈলীর জন্য খুব কম দিনেই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
2/8
*অভিনেত্রী যখনই ঘর থেকে বাইরে আসেন, তখনই নতুন স্টাইলের পোশাক পরে সকলকে চমকে দেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/8
*যেমন অন্যান্য দিন তিনি কটাক্ষের শিকার হন পোশাকের জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। ফের অদ্ভূত ধরনের পোশাক পরায় চরম কটাক্ষের শিকার হন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/8
*এ দিন তাঁকে পাগল বলেও সম্বোধন করেছেন নেটিজেনদের একাংশ। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/8
*বর্তমানে এমন একটা দিনও সম্ভবত যায় না, যে দিন উরফিকে ট্রোলের শিকার হতে হয় না। কিন্তু সবেতেই নির্বিকার নায়িকা। তাঁকে যে যাই বলুন না কেন , কিছুতেই কিছু যায়ে-আসে না। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/8
*এ দিন উরফি যে পোশাক পরেছিলেন, তার পিঠ একেবারে খোলা। বলা ভাল পিঠে এক চিলতে সুতো পর্যন্ত নেই! পায়ে রীতিমতো বিশাল উঁচু হিলের জুতো। মুম্বইয়দের ভিড় রাস্তায় দৌড়ে ফের নির্মম কটাক্ষের শিকার উরফি জাভেদ। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
7/8
*উরফি জাভেদ তাঁর অদ্ভুত ধরনের পোশাকের জন্য ট্রোলড হন বারে বারে। কখনও বোতামহীন প্যান্ট পরে, কখনও ছিঁড়ে যাওয়া জ্যাকেট-জিন্স পরে, কখনও হাই থাই স্লিট স্কার্ট পরে আবার কখনও টপলেস হয়ে বাইরে বেরোনর জন্য। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
8/8
*সম্প্রতি তাঁর সম্পর্কের জন্য খবরের শিরোনামে এসেছেন উরফি জাভেদ। শোনা যাচ্ছে, ইন্দো-কানাডিয়ান গায়ক কুনওয়ারের সঙ্গে এই অভিনেত্রীর বিশেষ সম্পর্ক রয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)