নয়া বছরে ছবির পসরা সাজিয়ে রাখা! কবে কী দেখবেন, আগাম জেনে নিন
- Published by:Sanchari Kar
Last Updated:
নতুন বছরে খুলে যাবে বিনোদনের নতুন দরজা। সিনেপ্রেমীদের জন্য একগুচ্ছ ছবির পসরা সাজিয়ে বসবে টলিউড এবং বলিউড। এক ঝলকে দেখে নেওয়া যাক আপনার জন্য কোন কোন ছবি অপেক্ষা করছে।
advertisement
1/13

মানবজমিন: শ্রীজাত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
advertisement
2/13
কাবেরী অন্তর্ধান: কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় -সহ আরও অনেকে। ২০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
advertisement
3/13
দিলখুশ: রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেখা যাবে টলিউডের একাধিক চেনা মুখকে। সেই তালিকায় রয়েছেন মধুমিতা সরকার, সোহম মজুমদার, খরাজ মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যর মতো অভিনেতারা।
advertisement
4/13
ডক্টর বক্সী: সপ্তাশ্ব বসু পরিচালিত থ্রিলারে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং বনি সেনগুপ্তকে।
advertisement
5/13
মায়াকুমারী: অরিন্দম শীল পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং অরুণিমা ঘোষকে।
advertisement
6/13
আবার বিবাহ অভিযান: 'বিবাহ অভিযান' ফ্রাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি এটি। চলতি বছরের জুনে ছবিটি মুক্তি পেতে পারে।
advertisement
7/13
পাঠান: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত এই অ্যাকশন-থ্রিলারটি। আপাতত 'পাঠান'-এর অপেক্ষায় মুখিয়ে সিনেপ্রেমীরা।
advertisement
8/13
মিশন মজনু: এই ছবিতে প্রথম জুটি বাঁধছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং রশ্মিকা মন্দানা। ২০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
advertisement
9/13
অ্যানিম্যাল: রণবীর কাপুর অভিনীত এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। 'অ্যানিম্যাল'-এ রণবীরের সঙ্গে অভিনয় করবেন রশ্মিকা।
advertisement
10/13
শেহজাদা: কার্তিক আরিয়ান এবং কৃতী স্যানন অভিনীত এই ছবি মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি।
advertisement
11/13
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে: এই ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের। সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন রানি মুখোপাধ্যায়কে।
advertisement
12/13
কিসি কা ভাই কিসি কি জান: সলমন খান অভিনীত এই ছবি নিয়ে চর্চা কম নয়। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।
advertisement
13/13
টাইগার ৩: এই ছবির সুবাদেই ফের পর্দায় জুটি বাঁধবেন সলমন খান এবং ক্যাটরিনা কইফ। তাঁদের সঙ্গে এই ছবিতে এ বার ইমরান হাশমিও থাকবেন।