শয্যাদৃশ্যে অভিনয়ের জন্য উরফির বাড়িতে গুন্ডা পাঠানোর অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সেটে পৌঁছনোর পর ৬-৭ ঘণ্টা বসিয়ে রেখে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয় উরফিকে। মডেলের ধারণা, তাঁর ইনস্টাগ্রামের ছবি দেখেই এই সিদ্ধান্ত প্রযোজকের।
advertisement
1/11

শরীর আবৃত রাখার জন্য চিরাচরিত পোশাকে বিশ্বাসী নন উরফি জাভেদ। প্রতি নিয়ত নতুন নতুন কায়দার শরীরের খানিক অংশ আড়াল করেন তিনি। আর তাই জন্যই এক নামে পরিচিত তিনি।
advertisement
2/11
কখনও তাঁর অস্ত্র এক গুচ্ছ ঘড়ি, কখনও বা কাচের টুকরোর উপরের হলুদ, কখনও বা কেবল দু'টি ঝিনুক, কখনও আবার তাঁর পোশাক হয়ে ওঠে কয়েক শত ব্লেড বা রাংতা।
advertisement
3/11
তাঁর নতুন ফ্যাশনের জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। কেউ কেউ আবার কেবলই নিন্দা করার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু সকল কটূক্তি তুড়ি মেরে নিজের কাজ করে চলেছেন উরফি।
advertisement
4/11
সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য পাওয়া যায়। একটি ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন উরফি। সেটে গিয়ে তিনি জানতে পারেন, তাঁকে শয্যাদৃশ্যে অভিনয় করতে হবে, যে বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।
advertisement
5/11
তিনি প্রত্যাখ্যান করার পর তাঁর উপর জোরাজুরি করা হয়। যুক্তি দেওয়া হয়, তিনি চুক্তিপত্রে সই করেছেন, তাই শয্যাদৃশ্যে অভিনয় করতেই হবে। কিন্তু তিনি শেষ মেশ সেই দৃশ্যে অভিনয় করেননি। খারাপ ব্যবহার সহ্য করে তিনি বাকি শ্যুট চালিয়ে যান।
advertisement
6/11
কিন্তু সহ্যের সীমা অতিক্রম করতেই চতুর্থ দিন থেকে আর সেটে ফেরেননি উরফি। সে দিনই তাঁর বাড়িতে গুন্ডা পাঠানো হয় উরফিকে জোর করে সেটে নিয়ে যাওয়ার জন্য।
advertisement
7/11
উরফির কথায়, ''আমার রুমমেট জানায়, আমাকে নাকি কয়েকটা লোক খুঁজছে। আমি স্বভাবতই প্রচণ্ড ভয় পেয়ে যাই। কিন্তু ভয় পেয়ে লুকিয়ে থাকার উপায় নেই।''
advertisement
8/11
এ ছাড়া একই সাক্ষাৎকারে তিনি জানান, তাঁকে একটি হিন্দি ধারাবাহিক থেকে রাতারাতি বাদ দিয়ে দেওয়া হয়। এক বার নয়, একাধিক বার এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
advertisement
9/11
এ ছাড়া একই সাক্ষাৎকারে তিনি জানান, তাঁকে একটি হিন্দি ধারাবাহিক থেকে রাতারাতি বাদ দিয়ে দেওয়া হয়। এক বার নয়, একাধিক বার এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
advertisement
10/11
উরফি বলেন, ''একটি পৌরাণিক ধারাবাহিকে অভিনয় করতাম। একদন আমি সেটে পৌঁছেছি ভোর ৫টা নাগাদ। ৬-৭ ঘণ্টা একটা ঘরে বসেছিলাম। কেউ শটে ডাকছিল না দেখে জিজ্ঞাসা করে জানতে পারি, আমার বদলে অন্য এক জনকে নিয়ে নেওয়া হয়েছে। কারণ দেখানো হয়নি। আমার ধারণা, ইনস্টাগ্রামে আমার একটি ছবি দেখে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়।''
advertisement
11/11
কিন্তু 'বিগ বস ওটিটি'-তে অংশগ্রহণ করার পর উরফির পায়ের তলার মাটি শক্ত হয়েছে। আর এখন তিনি ইন্টারনেট সেনসেশন। এক নামেই লোকে তাঁকে চেনে।