Uorfi Javed: 'আমাকে এসে জড়িয়ে ধরো,তারপর...', চরম হেনস্তার শিকার উরফি! সেদিন যা হয়েছিল শুনলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Uorfi Javed: বলিউডে এসে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনিও৷ নোংরা কুপ্রস্তাব পেয়ে কীভাবে নিজেকে সামলেছিলেন সেই সিক্রেট ফাঁস করলেন উরফি৷
advertisement
1/6

বলি-তারকাদের মতোই দিনদিন জনপ্রিয়তা বাড়ছে ফ্যাশনিস্তা উরফি জাভেদের ৷ তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই৷ ফ্যাশন স্টেটমেন্টে এক অন্য মাত্রা যোগ করেছে উরফি জাভেদ৷
advertisement
2/6
সম্প্রতি বলিউডের গোপন সত্য প্রকাশ করে দিলেন ফ্যাশনিস্তা৷ বলিউডে এসে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনিও৷ নোংরা কুপ্রস্তাব পেয়ে কীভাবে নিজেকে সামলেছিলেন সেই সিক্রেট ফাঁস করলেন উরফি৷
advertisement
3/6
এক পডকাস্ট চ্যানেলকে উরফি পুরনো দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন৷ তিনি বলেন, বলিউডে পা রাখার পর পরই কাজ করতে গিয়ে সাংঘাতিক কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছিল৷
advertisement
4/6
উরফি জাভেদ জানান, আমার মনে আছে আমি যখন সদ্য মুম্বাইতে চলে এসেছি, তখন একজন পরিচালক আমাকে তার বাড়িতে অডিশনের জন্য ডেকেছিলেন। ক্যামেরা বন্ধ করেই তিনি আমাকে বললেন, 'তুমি আমার প্রেমিকের মতো অভিনয় করো এবং আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো।'
advertisement
5/6
উরফি আরও বলেন, আমি মনে মনে বললাম এটা কি ধরনের অডিশন? ক্যামেরা কোথায়? কিন্তু, না বলার পরিবর্তে, আমি তাকে শুধু ইতস্তত করে জড়িয়ে ধরে বললাম, 'স্যার,এবার আসছি।' এই বলেই সেখান থেকে কোনওরকমে বেরিয়ে পড়েন৷ বলিউডের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলতেই উরফিকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷
advertisement
6/6
দিনকয়েক আগেও খুনের হুমকি পেয়েছিলেন উরফি৷ সম্প্রতি নিজের টুইটে সেই হুমকি মেল পোস্টও করেছিলেন ৷ যেখানে লেখা ছিল, ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে৷ মেলটিতে লেখা ছিল, খুব শীঘ্রই গুলি মেরে দেওয়া হবে৷