TRENDING:

অপরাজিতা অপুতে কাঁপিয়ে দিয়েছেন! এবার নিম ফুলের মধুতেও ভয় দেখাবেন উজ্জ্বল

Last Updated:
ফের নেগেটিভ চরিত্রে উজ্জ্বল: এবার 'নিম ফুলের মধু' তে
advertisement
1/4
অপরাজিতা অপুতে কাঁপিয়ে দিয়েছেন! এবার নিম ফুলের মধুতেও ভয় দেখাবেন উজ্জ্বল
কলকাতা: 'অপরাজিতা অপু' এর পর ফের নেগেটিভ চরিত্রে ফিরছেন উজ্জ্বল। এবার 'নিম ফুলের মধু' ধারাবাহিককে ভিলেনের ভূমিকায় তিনি। মফঃস্বল থেকে শহর কলকাতায় এসে কেরিয়ারের জন্যে স্ট্রাগল করার গল্পটা নতুন নয়। কিন্তু এই যাত্রাপথে বেশিরভাগই তাদের লক্ষ্য হারিয়ে ফেলে অথবা হার মেনে নেয় জীবনের কিছু প্রাথমিক চাহিদার কাছে। সদ্য শেষ হওয়া 'অপরাজিতা অপু' সিরিয়ালের দ্বৈপায়নের চরিত্রে অভিনয়ে করে সকলের মন জয় করে নেওয়া উজ্জ্বলের জীবনের গল্পটাও এর থেকে আলাদা কিছু নয়।
advertisement
2/4
তবে অনেক ঝড়ঝাপ্টা পেরিয়েও জীবনের কাছে হার মানেনি সে। বরং লক্ষ্য স্থির রেখে প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কলকাতার খ্যাতনামা থিয়েটার দলে অভিনয় শিক্ষার হাতেখড়ি। অভিনয়কে পেশা করার স্বপ্ন ঐ বয়সে অনেকেই দেখে। কিন্তু উজ্জ্বল বুঝেছিল, লম্বা সময়ে এই প্রতিযোগিতার দুনিয়ায় টিকে থাকতে গেলে প্রয়োজন প্রস্তুতির। সেইমতো মনপ্রাণ দিয়ে অভিনয়কে আঁকড়ে ধরে সে। কিন্তু সেই বড় দলের বড় বড় শিল্পীদের বড় বড় পলিটিক্সে টিকে থাকা হয় না তাঁর।
advertisement
3/4
দল ছেড়ে দিলেও অভিনয়ের সঙ্গ ছাড়ে না সে। সেই সময়ে মাথার ওপর হাত রাখেন এই সময়ের অন্যতম সফল প্রযোজক সুশান্ত দাস। তিনি তাঁর 'অপরাজিতা অপু' সিরিয়ালের দ্বৈপায়নের চরিত্রে অভিনয়ের জন্যে উজ্জ্বলকে নির্বাচন করেন। উজ্জ্বল চরিত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করতে তার একশোভাগ নিংড়ে দেয়।
advertisement
4/4
ফলস্বরূপ চরিত্রটি যে জনপ্রিয় হয় তাইই নয়, সেইসঙ্গে জি বাংলা 'সোনার সংসার'-এর সেরা খলনায়কের পুরস্কারটিও তার ঝুলিতে আসে। জি বাংলার নতুন সিরিয়াল 'নিমফুলের মধু'-তে উজ্জ্বলকে আবার একটি নতুন চরিত্রে দেখা যাবে। দর্শকের ভালোবাসায় চরিত্রটি আবারও জনপ্রিয় হয়ে উঠুক, এই আশা রইলো। Input-  Manash Basak
বাংলা খবর/ছবি/বিনোদন/
অপরাজিতা অপুতে কাঁপিয়ে দিয়েছেন! এবার নিম ফুলের মধুতেও ভয় দেখাবেন উজ্জ্বল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল