Siliguri News: আড়াই বছরেই জাতীয় মঞ্চে! সারেগামাপায় শিলিগুড়ির সূর্যের সুরে মুগ্ধ জিৎ-রূপম-রথীজিৎ
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
সারেগামাপার মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় গায়ক রূপম ইসলাম, রথীজিৎ ভট্টাচার্য-সহ আরও বিশিষ্ট সংগীত শিল্পীরা।
advertisement
1/5

বাবার সঙ্গে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই ভাইরাল হয়েছিল আড়াই বছরের খুদে শিল্পী সূর্য সরকার। এবার সেই ভাইরাল সূর্যই পৌঁছে গেল দেশের অন্যতম জনপ্রিয় শো ‘সারেগামাপা’র মঞ্চে। একদিনের জন্য বিশেষ অতিথি হিসেবে হাজির হয়ে ছোট্ট বয়সেই জাতীয় মঞ্চে নিজের সুরের ছাপ রেখে গেল সে।
advertisement
2/5
এর আগেই বাবার সঙ্গে যুগলবন্দী গানের ভিডিও নেটদুনিয়ায় ঝড় তোলে। সেই পরিচিত মুখ, পরিচিত সুর—কিন্তু সারেগামাপার মঞ্চে সূর্য ছিল আরও আত্মবিশ্বাসী। আলো, ক্যামেরা আর হাজারো দর্শকের সামনে দাঁড়িয়েও তার স্বতঃস্ফূর্ত গাওয়া ও তালবোধ মুহূর্তে মন জয় করে নেয়।
advertisement
3/5
সারেগামাপার মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় গায়ক রূপম ইসলাম, রথীজিৎ ভট্টাচার্য-সহ আরও বিশিষ্ট সংগীত শিল্পীরা।
advertisement
4/5
মঞ্চে গান শেষ করে সূর্য যে কাজটি করে, তাতেই চূড়ান্ত চমক। গান শেষ হতেই সে মাইকের সামনে দাঁড়িয়ে অডিয়েন্সের দিকে তাকিয়ে বলে, “সবাই জোরে হাততালি দাও!”—এই কথাই মুহূর্তে হাসি, বিস্ময় আর উচ্ছ্বাসে ভরিয়ে দেয় গোটা মঞ্চ। খুদে শিল্পীর মুখে এমন আত্মবিশ্বাসী আহ্বান শুনে দর্শক-শিল্পী সবাই একসঙ্গে অট্টহাসিতে ফেটে পড়েন এবং তুমুল করতালিতে মঞ্চ গর্জে ওঠে।
advertisement
5/5
এই মুহূর্তের পর রূপম ইসলাম সূর্যের প্রশংসা করে বলেন, 'এমন প্রতিভা খুব কমই দেখা যায়।' তিনি সূর্য ও তার বাবাকে আরও এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানান। ভাইরাল ভিডিও থেকে সারেগামাপার মঞ্চ—এই যাত্রাপথেই স্পষ্ট, সূর্য আর শুধু সোশ্যাল মিডিয়ার বিস্ময় নয়, সে এখন জাতীয় মঞ্চের আলোচনার কেন্দ্রবিন্দু।