TRENDING:

Arijit Singh and Bhanu Pratap Singh: তাঁর গান ভোলেনি কেউ, তাও গাওয়া ছাড়লেন কেন বলি গায়ক? অভিযোগের তির অরিজিতের দিকে!

Last Updated:
Arijit Singh and Bhanu Pratap Singh: 'উড়তা পঞ্জাব'-এর টাইটেল ট্র‍্যাক হোক বা 'মনমরজিয়া'-র টাইটেল ট্র‍্যাক, তাঁর গানে মুগ্ধ হয়েছে আপামর জনতা। কিন্তু হঠাৎই গান গাওয়া ছেড়ে দিয়েছেন সেই ভানু।
advertisement
1/8
তাঁর গান ভোলেনি কেউ, তাও গাওয়া ছাড়লেন কেন বলি গায়ক? অভিযোগের তির অরিজিতের দিকে!
অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে মুগ্ধ গোটা দেশ। হাসিমুখে অবলীলায় গান গেয়ে যান তিনি। কলকাতা থেকে আরব সাগরের তীর মাতিয়ে রেখেছেন এই বঙ্গসন্তান।
advertisement
2/8
কিন্তু তাঁরই জন্য নাকি গান গাওয়া ছাড়তে হয়েছে এই বিখ্যাত গায়ককে! ভানু প্রতাপ। নাম অচেনা লাগলেও তাঁর গাওয়া গান প্রবল জনপ্রিয় হয়েছে বারবার।
advertisement
3/8
'উড়তা পঞ্জাব'-এর টাইটেল ট্র‍্যাক হোক বা 'মনমরজিয়া'-র টাইটেল ট্র‍্যাক, তাঁর গানে মুগ্ধ হয়েছে আপামর জনতা। কিন্তু হঠাৎই গান গাওয়া ছেড়ে দিয়েছেন সেই ভানু।
advertisement
4/8
মাসখানেক আগে এক সাক্ষাৎকারে এই ত্যাগের কারণগুলি জানিয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম কারণ ছিলেন বাংলার মুর্শিদাবাদের ছেলে, বলিউড থেকে টলিউড কাঁপানো গায়ক অরিজিৎ সিং।
advertisement
5/8
২০১৮ সালে 'কেদারনাথ' ছবি জন্য 'জান নিসার' গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন অরিজিৎ। কিন্তু ভানু জানালেন, আদপে সেই গান তৈরি হয়েছিল তাঁর জন্য। গানটি গাওয়ানোও হয়েছিল তাঁকে দিয়ে। কিন্তু রাতারাতি সেই গলা বদলে অরিজিৎকে দিয়ে গাইয়ে গান রিলিজ করানো হয়।
advertisement
6/8
এই ঘটনায় ভেঙে পড়েছিলেন ভানু। সাক্ষাৎকারে তিনি বলেন, "সম্ভবত বাণিজ্যিক কারণেই এটা করা হয়েছিল। রিলিজের এক সপ্তাহ আগেই এই ঘটনাটা ঘটে। যদিও কেবল এটা নয়। তাঁর বাবার মৃত্যু এবং কোভিড অতিমারিও তাঁর জীবনে অন্ধকার এনেছিল।
advertisement
7/8
এর পরেই তিনি গান গাওয়া ছেড়ে সুরকার হয়ে যান। লোকের কাছে কাজ চাওয়ার থেকে নিজে সুর দিয়ে গান গাইতে শুরু করেন। নিজেই গানের অ্যালবাম প্রকাশ করেন। তার মধ্যে জনপ্রিয়তা পায় 'ইয়ে দিল তুম বিন'-এর কভার। তিনি জানান, তাঁর গাওয়া ছবির গানের থেকে এই কভার গান অনেক বেশি জনপ্রিয় হয়।
advertisement
8/8
কেউ গান গাইতে ডাকলে তাঁকে ফিরিয়ে দেন না ভানু। টুকটাক অনেক ছবির গানে গলা দিয়েছেন। কিন্তু সুরকার হিসেবে এখন বেশি সন্তুষ্টি লাভ করেছেন ভানু।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh and Bhanu Pratap Singh: তাঁর গান ভোলেনি কেউ, তাও গাওয়া ছাড়লেন কেন বলি গায়ক? অভিযোগের তির অরিজিতের দিকে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল