জোরদার বিস্ফোরণ শিল্পা শিন্ডের ! 'আমি পাকিস্তানে পারফর্ম করব, কেউ বাধা দিয়ে দেখুক'
Last Updated:
পাকিস্তান থেকে কুরিয়ারে করে তাঁর জন্য পোশাক পরিচ্ছদও আসে
advertisement
1/8

ফেব্রুয়ারি থেকে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/8
কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করার পরে সেই সম্পর্ক আরও খারাপ হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/8
পাকিস্তানে পারফর্ম করার জন্য মিকা সিং ও তার ব্যান্ডকে নিষিদ্ধ করা হয়েছে ভারতে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
ক্ষমা চাওয়ার পরে ব্যাপারটি একটু থিতিয়েছে ৷ এই ঘটনাটির দেখে ক্ষোভে ফেটে পড়েছেন বিগবসের পেম শিল্পা শিন্ডে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/8
ভাবীজি ঘরপে হোর অঙ্গুরি ভাবী শিল্পা শিন্ডে মীকাকে সমর্থন করে জানিয়েছেন তিনি একজন শিল্পী প্রয়োজনে পাকিস্তানে যাবেন তিনি পারফর্ম করতে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/8
তাঁর রুজিরুটির জন্য কাউকে মাদ্যম করার প্রয়োজন নেই ৷ চাইলে রাস্তায় মঞ্চ করেই কাজ করব ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/8
তিনি আরও জানিয়েছেন অনেক পাকিস্তানি সমর্থক আছেন যাঁরা বিগবস জিততে সাহায্য করেছেন তাঁকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/8
তাঁকে পাকিস্তানের পোশাকও পাঠানো হয় কুরিয়ারে ৷ এতে তিনি কোনও খারাপ কিছুই দেখছেন না ৷ ছবি সংগৃহীত ৷