TRENDING:

Kyunki Saas Bhi Kabhi Bahu Thi: টিভিতে ফিরছে কিউকি সাস ভি কভি বহু থি, কিন্তু কাদের আর দেখা যাবে না এই সিরিয়ালে? ছবিতে দেখুন সেই তারকাদের

Last Updated:
কিন্তু দুর্ভাগ্যবশত, 'কিউকি সাস ভি কাভি বহু থি' তে কাজ করা ৭ জন তারকা আর আমাদের মধ্যে নেই। তাঁরা কারা? কিউকি শুরু হওয়ার আগে একবার দেখে নেওয়া যে সেই সিরিয়ালের কোন কোন তারকাকে আমরা হারিয়েছি...
advertisement
1/9
টিভিতে আবার কিউকি সাস...কিন্তু কাদের আর দেখা যাবে না এই সিরিয়ালে?ছবিতে দেখুন সেই তারকাদের
একতা কাপুরের 'কিউকি সাস ভি কাভি বহু থি' সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিয়াল হিসেবে সকেলর মনে রয়ে গেছে। এখন এর দ্বিতীয় সিজন ২৯শে জুলাই থেকে টিভিতে আসতে চলেছে। ৮ বছর ধরে চলা এই ধারাবাহিকের মাধ্যমে বহু তারকা প্রতিটি ঘরে ঘরে তাদের ছাপ ফেলে গিয়েছেন।
advertisement
2/9
কিন্তু দুর্ভাগ্যবশত, 'কিউকি সাস ভি কাভি বহু থি' তে কাজ করা ৭ জন তারকা আর আমাদের মধ্যে নেই। তাঁরা কারা? কিউকি শুরু হওয়ার আগে একবার দেখে নেওয়া যে সেই সিরিয়ালের কোন কোন তারকাকে আমরা হারিয়েছি...
advertisement
3/9
সুধা শিবপুরী: এই শোতে 'বা' চরিত্রে সুধা শিবপুরীকে দেখা গিয়েছিল। তিনি তাঁর অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন। আজও মানুষ তাকে 'বা' চরিত্রের জন্য স্মরণ করে। ২০১৫ সালে সুধা শিবপুরী মারা যান।
advertisement
4/9
নরেন্দ্র ঝা: টিভি জগতে নরেন্দ্র ঝা ছিলেন এক বড় নাম। 'কিউকি সাস ভি কাভি বহু থি'-তে করিশ্মার স্বামী শান্তনু দে-র ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু ২০১৮ সালে তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
advertisement
5/9
বিকাশ শেঠি: 'কিউকি সাস ভি কাভি বহু থি'-তে আবিরের ভূমিকায় অভিনয় করেছিলেন বিকাশ শেঠি। তিনি 'কহিন তো হোগা', 'কসৌটি জিন্দেগি কি' এবং 'সাসুরাল সিমার কা'-এর মতো টিভি শোতেও ছিলেন। ২০২৪ সালে, বিকাশ শেঠি হার্ট অ্যাটাকে কারণে মারা যান।
advertisement
6/9
আবীর গোস্বামী: ধারাবাহিকটিতে রঞ্জিতের চরিত্রে অভিনয় করেছিলেন আবীর গোস্বামী, যা দর্শকদের কাছে বেশ পছন্দ হয়েছিল। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি অনেক টিভি শোতে তাঁর প্রতিভা প্রমাণ করেছিলেন।
advertisement
7/9
ইন্দর কুমার: 'কিউকি সাস ভি কাভি বহু থি'-তে, ইন্দর কুমারকে মিহির বিরানির ভূমিকায় দেখা গিয়েছিল। আসলে, তিনি শোতে অমর উপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন। এই শোয়ের মাধ্যমে ইন্দর কুমার টিভিতে আত্মপ্রকাশ করেন এবং তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্দর কুমার মারা যান।
advertisement
8/9
সমীর শর্মা: তাঁর চমৎকার অভিনয়ের জন্য পরিচিত, সমীর শর্মা 'কিউকি সাস ভি কাভি বহু থি' ছবিতে তুষার মেহতার ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২০ সালে, সমীরকে তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেন।
advertisement
9/9
দীনেশ ঠাকুর: দীনেশ ঠাকুর 'কিউকি সাস ভি কাভি বহু থি'-তে গোবর্ধন বিরানির ভূমিকায় অভিনয় করেছিলেন। অনেক ছবিতেও কাজ করেছেন তিনি। ২০১২ সালে, দীনেশ ঠাকুর কিডনির অসুখে কারণে মারা যান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi: টিভিতে ফিরছে কিউকি সাস ভি কভি বহু থি, কিন্তু কাদের আর দেখা যাবে না এই সিরিয়ালে? ছবিতে দেখুন সেই তারকাদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল