TV Actress Update: সিরিয়াল কাঁপাত টিভি পর্দা , আজ কোথায় ‘এই’ সুন্দরী মেগা সিরিয়ালের অভিনেত্রীরা
- Published by:Debalina Datta
Last Updated:
ঘরোয়া মহিলাদের চরিত্রে দাপুটে অভিনেত্রীরা আজ কাজের অভাবে ঘরবন্দি...
advertisement
1/7

মুম্বই: এক সময়ে টিভিতে সঙ্গে রাজত্ব করতেন এইসব সুন্দরী অভিনেত্রীরা। ঘরে ঘরে পৌঁছে যেতেন সন্ধ্যার নির্দিষ্ট স্লটে৷ ছোট পর্দায় বলিষ্ঠ ও সংগ্রামী নারীর ভূমিকায় অভিনয় করেছেন।
advertisement
2/7
মানুষের জন্য আদর্শ চরিত্রে অভিনয় করেছেন, বিশেষ করে ঘরোয়া নারী চরিত্রে অভিনয় করে দারুণ পপুলার হয়েছিলেন। কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাওয়া সেই সব সিরিয়াল অভিনেত্রীরা হাওয়া, টিভি পর্দা থেকে একেবারেই উধাও হয়ে তাঁরা কী এখন ঘরবন্দি৷
advertisement
3/7
এই তালিকায় প্রথম নামটি এসেছে রুবিনা দিলাইকের। রুবিনা ছোটি বহু, শক্তি-অস্তিত্ব কে এহসাস কি, সাস বিনা শসুরালের মতো সুপারহিট শো দিয়েছেন। তিনি বিগ বস ১৪ এর বিজয়ীও ছিলেন। কিন্তু এখন টিভি পর্দায় এখন আর দেখা মেলে না তাঁর৷
advertisement
4/7
দিব্যাঙ্কা ত্রিপাঠী 'ইয়ে হ্যায় মহব্বতে' থেকে দারুণ জনপ্রিয়তা পান। তিনি 'বনু ম্যায় তেরি দুলহান', 'তেরি মেরি লাভ স্টোরিজ', 'মিস্টার অ্যান্ড মিসেস এলাহাবাদ' -র মতো সুপারহিট শো উপহার দিয়েছেন। তিনি 'খঁতরো কি খিলাড়ি ১২'-এর রানার-আপও ছিলেন। বর্তমানে তার হাতেও কোনও কাজ নেই।
advertisement
5/7
নিয়া শর্মা 'কালি - এক অগ্নিপরীক্ষা' এবং 'জামাই রাজা'-এর মতো সুপারহিট শো দিয়ে মানুষের হৃদয়ে জিতে নিয়েছিলেন। নাগিন ৪ তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল। গত বছর তিনি 'ঝলক দিখলা জা ১০'-এ অংশ নিয়েছিলেন তারপর থেকে তিনি আর স্ক্রিনে নেই৷ তিনিও কি তাহলে ঘরেই বসে রয়েছেন৷
advertisement
6/7
অঙ্কিতা লোখান্ডে- সুশান্ত সিংয়ের প্রাক্তন বান্ধবী৷ 'পবিত্র রিস্তা' দিয়ে নাম করে ফেলেছিলেন টেলি দুনিয়ায়৷ অর্চনা নামে প্রতিটি ঘরে পরিচিত ছিলেন। এই শোয়ের পর তিনি 'এক থি নায়িকা'-তেও কাজ করেন। ২০২১ সালে, তিনি ওয়েব সিরিজ 'পবিত্র রিশতা ২.০'-তে কাজ করেছিলেন। বিয়ের পরে তিনি তাঁর স্বামী ভিকি জৈনের সঙ্গে 'স্মার্ট জোড়ি'-তে অংশ নিয়েছিলেন এবং উইনার হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তাঁর হাতেও কোনও কাজ নেই তাই তিনিও ঘরে বসে আছে।
advertisement
7/7
গত তিন বছর ধরে টিভিতে কাজ করেননি দীপিকা কক্কর। তিনি 'নীর ভরে তেরে নয়না দেবী', 'আগলে জনম মোহে বিটিয়া হি কিজো', 'সাসুরাল সিমার কা'-এর মতো শো দিয়ে পপুলার হয়েছিলেন। গত ৩ বছর ধরে টিভিতে কোনও কাজ পাচ্ছেন না তিনি৷ বর্তমানে নিজের ইউটিউব ভিডিওতেই তাঁকে দেখা যায়৷