Aditya Singh Rajput Death: মাদক নয়, অন্য কারণ? আদিত্যর মৃত্যু নিয়ে বিস্ফোরক বন্ধু, রবিবারও বারে গিয়ে পার্টি করেন নায়ক, তার পর...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Aditya Singh Rajput Death: ফের রহস্যজনক মৃত্যু বিনোদন জগতে। শোকের ছায়া গ্রাস করল গ্ল্যামার দুনিয়াকে। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হল প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের।
advertisement
1/8

ফের রহস্যজনক মৃত্যু বিনোদন জগতে। শোকের ছায়া গ্রাস করল গ্ল্যামার দুনিয়াকে। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হল প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের।
advertisement
2/8
২২ মে, সোমবার বিকেল বেলা আন্ধেরির ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার হয়৷ সংবাদমাধ্যমের খবর, তাঁকে যখন হাসপাতালে আনা হয়েছে, ততক্ষণে তিনি মৃত।
advertisement
3/8
জানা যায়, এক বন্ধু তাঁর দেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাঁকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানেই মৃত ঘোষণা করেন আদিত্যকে।
advertisement
4/8
মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল আদিত্যর পথচলা৷ কীভাবে আচমকা মৃত্যু হল অভিনেতার? দানা বাঁধছে রহস্য। নায়কের আর এক বন্ধুর দাবি, নায়কের হার্ট অ্যাটাক হয়েছে। অথবা বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে।
advertisement
5/8
তাঁর বক্তব্য, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সকলেই ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। যদিও সূত্রের দাবি, অতিরিক্ত মাদক সেবন অর্থাৎ ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে নায়কের৷
advertisement
6/8
মৃত্যুর আগের দিনও তিনি বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন। তার ঝলক নায়কের সোশ্যাল মিডিয়ায়। রবিবার বারে গিয়ে সময় কাটিয়েছেন। আনন্দ করেছেন। ক্যাপশনে লেখা, ‘সানডে ফানডে উইথ বেস্টিজ’, অর্থাৎ বন্ধুদের সঙ্গে রবিবার বেশি মজার দিন।
advertisement
7/8
দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়্যালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
8/8
‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ‘লাভ’, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শো-তে কাজ করেছেন তিনি।