TRENDING:

Tripti Dimri Love Story: অনুষ্কার ভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম হঠাৎ একদিন শেষ! তৃপ্তি-কর্ণেশের প্রেম কেন ভেঙেছিল জানেন? চমকে যাবেন

Last Updated:
Tripti Dimri Love Story: রণবীর কাপুরের সঙ্গে সম্প্রতি 'অ্যানিমাল' ছবিতে ভাবি টু-এর চরিত্রে অভিনয় করে আগুন ঝড়ানো তৃপ্তি দিমরি এক সময় অনুষ্কার ভাই কর্ণেশের প্রেমিকা ছিলেন।
advertisement
1/11
অনুষ্কার ভাইয়ের সঙ্গে প্রেম হঠাৎ শেষ! তৃপ্তি-কর্ণেশের প্রেম কেন ভাঙে সেদিন জানেন
ক্লিন শ্লেট ফিল্মসের মালিক অনুষ্কা শর্মা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা। রণবীর কাপুরের সঙ্গে সম্প্রতি 'অ্যানিমাল' ছবিতে ভাবি টু-এর চরিত্রে অভিনয় করে আগুন ঝড়ানো তৃপ্তি দিমরি এক সময় অনুষ্কার ভাই কর্ণেশের প্রেমিকা ছিলেন। প্রায় চার বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু হঠাৎ একদিন শেষ। কেন ভেঙে গেল তাঁদের প্রেম?
advertisement
2/11
২০২২ সালের শেষ রাতে সম্পর্কে সিলমোহর দেন 'বুলবুল' খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি ও অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা। বেশ ক’বছর গোপনে প্রেম করেছেন তৃপ্তি-কর্ণেশ। অবশেষে নতুন বছরের শুরুতেই সম্পর্কের ঘোষণা, কিন্তু হঠাৎই ছন্দপতন।
advertisement
3/11
তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। এক সময় সোশ্যাল মিডিয়ায় একে অপরের আদুরে ছবি ভাগ করে প্রেমের কথা ঘোষণা করেন। কিন্তু আচমকা দু’জনে দু’জনকে আনফলো করে দেন। তার পর থেকেই শুরু হয় চর্চা। অনুষ্কার ভাই প্রযোজক কর্ণেশও প্রেমিকার যাবতীয় সব ছবি মুছে দেন নিজের সমাজমাধ্যমের পাতা থেকে। এই নিয়ে যখন বিস্তর জলঘোলা চলছে, সেই সময় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অভিনেত্রী। লেখেন, 'তুমি যা-ই করো না কেন, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তাই এমন কিছু করো, যা তোমাকে আনন্দ দেবে।'
advertisement
4/11
অনুষ্কা শর্মার ভাই ইন্ডাস্ট্রির অন্দরে পরিচিত মুখ। ‘পরি’, ‘ফিলৌরি’, ‘বুলবুল’, ‘কলা’-সহ একাধিক ছবির প্রযোজক তিনি। শোনা যায়, ‘বুলবুল’ ছবির সময় থেকে তৃপ্তির প্রেমে পড়েন কর্ণেশ। প্রায় চার বছরের সম্পর্ক তাঁদের। অন্য দিকে তৃপ্তি এই সময়ের অন্যতম সম্ভবনাময় অভিনেত্রী। ‘কলা’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কর্ণেশ প্রযোজিত 'বুলবুল' ছবির পরই কেরিয়ারে মোড় ঘুরে যায় তৃপ্তির।
advertisement
5/11
নায়িকার ঘনিষ্ঠ মহলে শোনা যায় তৃপ্তির অত্যধিক কেরিয়ার গড়ার নেশাই নাকি মন কষাকষির জন্ম দেয়। ক্লিন স্লেট ফিল্মসের বাইরে বেরিয়ে একাধিক কাজের ইচ্ছেপ্রকাশ কোথাও একটা সম্পর্কে নেতিবাচক ছাপ ফেলে। তারপরেও পথে বাধা না হয়ে একে অপরের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃপ্তি-কর্ণেশ।
advertisement
6/11
‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’র মতো সিনেমায় অসাধারণ অভিনয় করা সত্ত্বেও সেই খ্যাতি তৃপ্তি পাননি অভিনেত্রী যা ‘অ্যানিম্যাল’ মুক্তির পর পেয়েছেন। রণবীরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চাও কম হয়নি। তিনি হয়ে উঠেছেন 'ভাবি ২'।
advertisement
7/11
কিন্তু আপনি কি জানেন বলি-সুন্দরী এখন আর সিঙ্গল নন? নতুন করে কার প্রেমে পড়েছেন তৃপ্তি ? গুঞ্জন এক ব্যবসায়ীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন 'বুলবুল'।
advertisement
8/11
সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানেই ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর ছবি দেখা যায়। প্রায় সব ছবিতেই নায়িকা উপস্থিত ছিলেন।
advertisement
9/11
শোনা গিয়েছে, তাঁর নাম স্যাম মার্চেন্ট। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। গুঞ্জন তাঁরা নাকি বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন।
advertisement
10/11
প্রথমে মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন স্যাম। পরে ব্যবসা শুরু করেন, আর সেখানেই আসে সাফল্য।
advertisement
11/11
২৯ বছর বয়সী অভিনেত্রী-র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা হু হু করে বাড়তে থাকে অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই। সিনেমায় জোয়ার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। খবর রয়েছে, শীঘ্রই একটি রম-কম ছবিতে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। 'বন্দিশ বন্দিত' খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারি রয়েছেন এই ছবির পরিচালনায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tripti Dimri Love Story: অনুষ্কার ভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম হঠাৎ একদিন শেষ! তৃপ্তি-কর্ণেশের প্রেম কেন ভেঙেছিল জানেন? চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল