TRENDING:

Bachchan family: বাপের বাড়ির বিখ্যাত বাংলো পেয়েছেন, বচ্চন পরিবারের ছেলে নাকি মেয়ে, কার সম্পত্তি বেশি?

Last Updated:
Whos Property Is More Among Sweta and Abhishek Bachchan: অভিনয় জগতে কখনও পা রাখেননি৷ তবে বচ্চন পরিবারের আদরের মেয়ের সম্পত্তির পরিমাণ শুনলে তাজ্জব হয়ে যাবেন৷ শ্বেতা বচ্চন কত টাকার মালিক, জানেন?
advertisement
1/8
বাপের বাড়ির বিখ্যাত বাংলো পেয়েছেন, বচ্চনদের ছেলে না মেয়ে, কার সম্পত্তি বেশি?
অমিতাভ ও জয়ার আদরের সন্তান। অভিষেকের শ্বেতা দিদি৷ বচ্চন পরিবারের প্রথম সন্তান। বাস্তবে কী করেন শ্বেতা? বচ্চনদের ‘প্রতীক্ষা’ বাংলো শ্বেতার নামে করে দেওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা৷ তাহলে কত টাকার সম্পত্তি হয়েছে শ্বেতার? সকলেই সেটা জানতে চান৷ এমনকী দুই সন্তানের মধ্যে কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তি কোন নিয়মে ভাগ করা হয়েছে, জেনে নিন৷
advertisement
2/8
শ্বেতা লেখিকা৷ এছাড়াও তাঁর নিজস্ব জামাকাপাড়ের ব্র্যান্ড এমএক্সএস রয়েছে৷ এরপর তিনি পেয়েছেন বচ্চনদের প্রতীক্ষা৷ যার মূল্য ৫০ কোটি৷
advertisement
3/8
স্বামীর বাড়িতে তাঁকে কমই দেখা যায়৷ তিনি বাপের বাড়িতে থাকেন৷ বাবা-মা-ভাইয়ের সঙ্গে৷ তবে ইদানিং বাড়ির বৌমা অর্থাৎ ঐশ্বর্যের সঙ্গে তাঁর বনিবনা নেই বলেই সূত্রের খবর৷
advertisement
4/8
পড়াশোনায় বরাবরই বেশ ভাল ছিলেন শ্বেতা। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। তবে সিনে জগৎ কোনওদিনও টানেনি তাঁকে। তাই নিজের ইচ্ছে মতো পেশা বেছে নিয়েছেন শ্বেতা। এমনকি তাঁর মেয়ে নব্যা নভেলিও অভিনয় জগতে পা দেননি৷ যদিও ছেলে অগস্ত্য নন্দা অভিনয় করেছেন ইতিমধ্যেই৷ জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এ দেখা গিয়েছে তাঁকে
advertisement
5/8
সাধের বাড়ি ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন অমিতাভ। যে বাড়ির এই মুহূর্তে বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এ ছাড়াও শ্বেতা কিন্তু একজন লেখকও। তাঁর বই আছে। জামাকাপড়ের ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা তিনি। সব মিলিয়ে এই মুহূর্তে ভাই অভিষেক অথবা ঐশ্বর্যার মতো বিপুল সংখ্যক অর্থ না থাকলেও তাঁর যা আছে তা কিন্তু নেহাতই ফেলনা নয়।
advertisement
6/8
বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। যার মধ্যে সিংহভাগই অমিতাভ বচ্চনের৷ তারপর রয়েছে জয়া সম্পত্তি৷
advertisement
7/8
৩ হাজার ১৬০ কোটি টাকার সম্পত্তির ভাগ কীভাবে হবে, তা জানিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছিলেন, তাঁর সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ হবে। ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ের মধ্যে কোনো তফাত করেননি তিনি। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পাবেন। সে হিসাবে অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চনের প্রত্যেকে ১ হাজার ৬০০ কোটি টাকা মতো সম্পত্তি পাবেন।
advertisement
8/8
উল্লেখ্য, বাবার সম্পত্তি ছাড়া এই মুহূর্তে ২৮০ কোটি টাকার সম্পত্তির অধিকারী অভিষেক বচ্চন। এই ২৮০ কোটির সঙ্গে যদি বাবার সম্পত্তি যোগ হয়, তা গিয়ে দাঁড়াবে মোট ১ হাজার ৮৬০ কোটি। আর অমিতাভের মেয়ে শ্বেতা এই মুহূর্তে ১১০ কোটির মালিক। বাবার থেকে পাওয়া সম্পদ যোগ হলে তাঁর সম্পত্তি হবে প্রায় ১ হাজার ৬৯০ কোটির বেশি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bachchan family: বাপের বাড়ির বিখ্যাত বাংলো পেয়েছেন, বচ্চন পরিবারের ছেলে নাকি মেয়ে, কার সম্পত্তি বেশি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল