Nabonita Dey Life Story: ডিভোর্সের আগেই প্রথম স্বামীর মৃত্যু! রাজার আগমনে জীবনে সুখ, নবনীতার জীবন যেন সিনেমা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nabonita Dey Life Story: রাজার আগে নবনীতার একটি বিয়ে হয়। কিন্তু প্রথম দাম্পত্য অত্যন্ত কঠিন ছিল। তাঁর অভিনয় বন্ধ করিয়ে দেন। তাঁর কাছে অক্সিজেন স্বরূপ ছিল অভিনয়, আর তাকেই বিদায় জানাতে হয়েছিল।
advertisement
1/6

‘তোমাদের রাণী’ সিরিয়ালের পর তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। যদিও তার আগে ‘খোকা বাবু’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মেয়েবেলা’, ‘রাঙা বউ’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তিনি অভিনেত্রী নবনীতা দে।
advertisement
2/6
সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠানে অপরাজিতা আঢ্যর সঙ্গে আড্ডায় মাততে দেখা যায় নবনীতাকে। কথা বললেন জীবনের ওঠাপড়া নিয়ে। আর তারই মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের অন্ধকার সময়ের স্মৃতিচারণও।
advertisement
3/6
পাশে ছিলেন নবনীতার স্বামী রাজা চট্টোপাধ্যায়। তিনিও অভিনেতা। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্বামীর হাত ধরেই জীবনযন্ত্রণার কথা বললেন নবনীতা। তবে একইসঙ্গে উত্তরণের মুহূর্তের কথা উচ্চারণ করলেন অভিনেত্রী।
advertisement
4/6
রাজার আগে নবনীতার একটি বিয়ে হয়। কিন্তু প্রথম দাম্পত্য অত্যন্ত কঠিন ছিল। তাঁর অভিনয় বন্ধ করিয়ে দেন। তাঁর কাছে অক্সিজেন স্বরূপ ছিল অভিনয়, আর তাকেই বিদায় জানাতে হয়েছিল।
advertisement
5/6
প্রোমোতে অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘‘অভিনয়টা আমার অক্সিজেন নেওয়া জায়গা তখন, আমার আগের স্বামী যে আমার অক্সিজেনটা বন্ধ করিয়ে দেবে, সেটা আমি বুঝতে পারিনি।’’
advertisement
6/6
‘‘এরপর আমি মেয়েকে নিয়ে বাবা-মায়ের কাছে আসি। কোর্ট-উকিল এইসব করতে করতে হঠাৎই সে মারা যায়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এরকম একটা হাত ধরে আমি ভাল আছি।’’ রাজার হাত ধরে হাসিমুখে সেকথা জানান নবনীতা।