Tollywood Gossip: গালে আবির, সোহাগে-আদরে রং মাখামাখি! ফাটিয়ে প্রেম করছেন রাজদীপ-জ্যাসমিন? টলিউডে নতুন প্রেমের গুঞ্জন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Tollywood Gossip: একে অপরের গালে আবির ছুঁইয়ে বসন্তে মেতে উঠেছেন তাঁরা। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন যুগল। এই ছবি দেখে অনুরাগীরা যা বোঝার বুঝে নিয়েছে।
advertisement
1/6

টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন জ্যাসমিন রায় এবং গৌরব মণ্ডল। তবে কিছুদিনেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারপর গৌরব নতুন সম্পর্কে পা রাখেন।
advertisement
2/6
গত বছর শুরুর দিকেই হঠাৎই শোনা যায়, তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তবে সময়ের সঙ্গে ভাঙনের যন্ত্রণা ভুলে একে অপরের জীবনে এগিয়ে গিয়েছেন।
advertisement
3/6
গত অগাস্ট মাসে কৃষ্ণনাম উচ্চারণ করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ডায়না-গৌরব। বাগদান সারেন দিল্লিতে।
advertisement
4/6
এবার জ্যাসমিন রায় এবং রাজদীপ গুপ্তর প্রেমের গুঞ্জনে মুখর টলিপাড়া।
advertisement
5/6
এর আগে সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর এখনই দিতে চান না। জ্যাসমিন জানান, রাজদীপ তাঁর বহু দিনের বন্ধু। আর এখন তাঁরা সহ-অভিনেতা।
advertisement
6/6
একে অপরের গালে আবির ছুঁইয়ে বসন্তে মেতে উঠেছেন তাঁরা। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন যুগল। এই ছবি দেখে অনুরাগীরা যা বোঝার বুঝে নিয়েছে।