Durnibar Saha: বিয়ে করছেন সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা, ফাঁস করলেন বিয়ের তারিখও
- Published by:Arjun Neogi
Last Updated:
Durnibar Saha: স্মোকিং রুমে প্রপোজ, অল্প সময়ের মধ্যে একে অপরের প্রতি টান অনুভব করেছিলেন, সেখান থেকেই এই সিদ্ধান্ত
advertisement
1/10

সারেগামাপা খ্যাত দুর্নিবার প্রেম করছেন মোহর সেনের সঙ্গে ৷ মোহরের সঙ্গে বিয়ের বিষয়েও ভাবনা চিন্তা করছেন দুর্নিবার অন্তত এমনই খবর ৷ ফাইল ছবি ৷
advertisement
2/10
গায়ক দুর্নিবার প্রেম করছেন প্রসেনজিতের জনসংযোগ আধিকারিক মোহর সেনের সঙ্গে ৷ ফাইল ছবি ৷
advertisement
3/10
একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মোহর জানিয়েছেন যে প্রেম তাঁর কাছে একটি অনুভূতি ৷ ছোট্ট জীবনে প্রাণ দিয়ে কাউকে ভালবাসা ছাড়া আর কিছুই সম্ভব নয় ৷ ফাইল ছবি ৷
advertisement
4/10
অন্যদিকে দুর্নিবার জানিয়েছেন ভালবাসা, প্রেম অসীম অনুভূতি ৷ কোনও সম্পর্কে ডুবে যাওয়ার নামই হল প্রেম ৷ ফাইল ছবি ৷
advertisement
5/10
২০২১-এ একটি শো-তে আলাপ, ফোন নম্বর আদানপ্রদান ৷ এরপরেই এক পা দুপা করে এগোতে থাকে সম্পর্ক ৷ টান অনুভূত হয়, তারপরেই এই পথে পছ চলা শুরু হয় ৷ ফাইল ছবি ৷
advertisement
6/10
মোহর প্রসেনজিতের কাছে ধরা পড়ে গিয়েছিলেন কর্মসূত্রে মুম্বইয়ে গিয়ে তিনি তাঁর প্রিয় দাদা অর্থাৎ প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সেখানেই সেখানেই জানিয়েছেন যে এই সম্পর্ক টিকবে ৷ ফাইল ছবি ৷
advertisement
7/10
এতদিনে মোহরের হাত শক্ত করে কেউ ধরেছে সেটা বিলক্ষণ বুঝতে পারছেন তিনি, কেননা এত অল্প সময়েই এতখানি প্রাপ্তি যা কোনও ভাবেই অস্বীকার করতে পারেন না দুর্নিবার ৷ ফাইল ছবি ৷
advertisement
8/10
মোহর ও দুর্নিবারও বেশ রোমান্টিক ৷ গঙ্গার ঘাটে মোহরকে নিয়ে প্রেম করতে যেতে চান তিনি ৷ স্মোকিং রুমেই মোহরকে দুর্নিবার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
9/10
আগামী ৯ মার্চ চার হাত এক হচ্ছে মোহর ও দুর্নিবারের ৷ অর্থাৎ বিয়ের পিঁড়িতে বসছেন জানিয়েদিলেন তাঁরা ৷ ফাইল ছবি ৷
advertisement
10/10
মোহর জানিয়েছেন বিয়েতে সানাই অথবা দুর্নিবারের রবীন্দ্রসঙ্গীত বাজবে ৷ ফাইল ছবি ৷