অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে নতুন অতিথি! নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বিক্রম
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
এল এক নতুন অতিথি। ছোট্ট এই অতিথির নাম হল আলু। অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে নতুন অতিথি আসায় তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
advertisement
1/5

টলিউডের অন্যতম তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দুজনের ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। এবার তাঁদের জীবনে এল এক নতুন অতিথি। ছোট্ট এই অতিথির নাম হল আলু। অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে নতুন অতিথি আসায় তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
advertisement
2/5
ছোট্টো আলুর জন্য তারকাজুটিকে পেরেন্টহুডের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিক্রম। অবাক হচ্ছেন তো? ভাবছেন কে এই আলু? আসলে এই একরত্তি আলু হচ্ছে একটি কুকুর ছানা। সদ্য এই কুকুর ছানাটিকে পোষা শুরু করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আর সেই মিষ্টি পোষ্যে বাড়িতে আসার জন্যই তারকাজুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিক্রম।
advertisement
3/5
কুকুরছানাটিকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন বিক্রম। আর তার ক্যাপশনে লিখেছেন, পরিবারে তোমায় স্বাগত আলু। আর তোমার নতুন বাবা-মাকে অনেক ভালোবাসা। হ্যাপি পেরেন্টহুড। সেই ছবির তলায় আলুর হয়ে ঐন্দ্রিলা কমেন্ট করেছেন, মামা তোমায় ধন্যবাদ।
advertisement
4/5
তবে আশা করা হচ্ছে এই মার্চ মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সম্প্রতি নিজেদের জন্য নতুন ফ্ল্যাটও কিনেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। ফ্ল্যাটের নেমপ্লেটে নিজেদের নামও খোদাই করেছেন তাঁরা। আর তাই তারকা জুটি কবে সংসার পাতবেন, সেই আশায় অনুরাগীরা।
advertisement
5/5
উল্লেখ্য, একসঙ্গে ১০ বছর সম্পর্কে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার ছবি ম্যাজিক। এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকারও।