TRENDING:

ছেলে কবীরকে কোলে নিয়ে 'সান বাথ' নিচ্ছেন নতুন মা কোয়েল, ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল...

Last Updated:
গত মে মাসে মা হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর মা-ছেলে ও বাবার ছবি প্রকাশ্যে আসে।
advertisement
1/5
ছেলে কবীরকে কোলে নিয়ে 'সান বাথ' নিচ্ছেন নতুন মা কোয়েল, ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল...
*যেন অপেক্ষাতেই ছিলেন অনুগামীরা। কবে ফের ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসবেন নতুন মা কোয়েল মল্লিক। পুজো বা দীপাবলিতে ইউভানকে নানা সময় দেখা গেলেও কোয়েল-নিশপাল পুত্র কবীরকে মাত্র একবারের জন্যই দেখা গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তাঁকে। কোলে ছোট্ট কবীর। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
2/5
*গত মে মাসে মা হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর মা-ছেলে ও বাবার ছবি প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয় সেই ছবি। কিন্তু কোয়েলের ছেলের নাম কী? তা নিয়ে জল্পনার শেষ ছিল না। প্রায় ৫ মাসের মাথায় মহাষ্টমীর নিজের ছেলের নাম প্রকাশ্যে আনেন কোয়েল। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
3/5
*মহাষ্টমীর সকালে কোয়েল জানান, ছেলের নাম 'কবীর'। স্বামী নিসপালের সঙ্গে ছেলের ছবি দিয়ে কোয়েল লেখেন, 'মহা অষ্টমীর এই আনন্দের মুহূর্তে আমরা আমাদের সন্তানের সকলের সঙ্গে শেয়ার করে রাখলাম। ওর নাম কবীর।' জানা গিয়েছে একশোরও বেশি নাম থেকে বেছে নিয়েছেন সন্তানের  নাম।  ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
4/5
*পুজোর পর এ দিন ফের ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন কোয়েল। ক্যাপশনে কোয়েল লেখেন, "Sunshine...🌞💕"। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই স্টারকিডের ছবি। ইউভানের মতো কবীরও যে সেলিব্রিটি হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
5/5
*এ দিনের পোস্টে কোয়েলকে দেখা গিয়েছে শাড়িতে। সাদা কাঁথাস্টিচের শাড়ি, লাল ব্লাউজ, কপালে লাল টিপ। ছোট্ট কবীরকে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবিতে।   মায়ের কোলে খিলখিলিয়ে হাসছে সে। ছবি:ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ছেলে কবীরকে কোলে নিয়ে 'সান বাথ' নিচ্ছেন নতুন মা কোয়েল, ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল