Mimi Chakraborty-Tanusree: লকডাউনেই ভোল বদলে ফেললেন মিমি, তনুশ্রী থেকে পার্ণো! এই পরিবর্তন দেখে অবাক নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
টলিউডের তারকারা এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন। তবে এই একঘেঁয়েমি কাটাতে অনেকেই ভোল বদলে ফেলেছেন।
advertisement
1/6

করোনা মহামারী ও লকডাউনের মধ্যে ঘরবন্দি সকলেই। টলিউডের তারকারা এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন। তবে এই একঘেঁয়েমি কাটাতে অনেকেই ভোল বদলে ফেলেছেন।
advertisement
2/6
লকডাউনের মধ্যেই মিমিকে দেখা গিয়েছে একেবারে লুকে। চুলের দৈর্ঘ্য এক রেখেও বদলে ফেলেছেন লুক। কপালের উপর হালকা ফ্রিঞ্জ করেছেন মিমি। আর এই নতুন অবতারে মুগ্ধ দর্শকরাও।
advertisement
3/6
ভোটের প্রচারের সময়েও অন্য লুক ছিল তনুশ্রী চকব্রর্তীর। কিছুদিন আগেই হেয়ার কাট করেছেন তিনি। তার সঙ্গে হেয়ার কালারও করেছেন, যাতে লুক একেবারেই বদলে গিয়েছে।
advertisement
4/6
রচনা বন্দ্যোপাধ্যায়কে লম্বা চুলেই দেখতে অভ্যস্ত সকলে। তাঁকেও এর মধ্যে শর্ট হেয়ারকাটে দেখ গিয়েছে। নতুন লুক পছন্দ হয়েছে তাঁর ভক্তদেরও।
advertisement
5/6
এক ঢাল লম্বা কালো চুল ছিল পার্ণো মিত্ররও। সেই চুল কেটেছেন অভিনেত্রী। বিচ ওয়েভ লেয়ারসে একই রকমের লাস্যময়ী লাগছে পার্ণোকে।
advertisement
6/6
শুভশ্রীর মেকওভার দেখেও মুগ্ধ হতে হয়। স্ট্রেট হেয়ার থেকে কার্লি হেয়ারে ধরা দিয়েছেন তিনি। এই লুকেও তিনি জিতেছেন মন।