সমুদ্রের নোনাজলে ভিজতে কোথায় ছুলেন সৌরভ-ত্বরিতা? নবদম্পতির হানিমুনের ছবি ঝড়ের গতিতে ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

*১৫ জানুয়ারি বিয়ে। ১৭ জানুয়ারি ছিল রাজকীয় রিসেপশন। তারপরে কোনও সময় নষ্ট না করে শুটিংয়ে ফিরেছিলেন 'রানী রাসমনি' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র সারদামনির মা, অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*ব্যাচেলরেট পার্টি, আইবুড়োভাত, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে, বধূবরণ, ভাত-কাপড় রিসেপশন, ফুলসজ্জা...অভিনেত্রী তাঁর ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জীবনের প্রতিটি সেরা মুহূর্ত। অনুরাগীরাও সেই ছবি উপভোগ করেছেন তাড়িয়ে তাড়িয়ে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*তার ওপর পাত্র যখন তরুণকুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। ফলে বনেদি পরিবারের বিয়ের রীতি যে এক্কেবারে অন্যরকম হবে, তা বলার অপেক্ষা ছিল না। হয়েছেও তাই। মন্ত্র পড়ে, নিষ্ঠাভরে সব নিয়ম মেনে তিন বছরের প্রেমিকাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন জুপিটার। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*বিয়ের পরে প্রায় দিন পনের কাটতে চলেছে। কিন্তু কাজের জন্য কোথাও যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই ছোট্ট অবসর মিলতেই এক্কেবারে শর্ট একটা হানিমুন সেরে ফেললেন নবদম্পতি। সমদ্রের জলে শরীর ভিজিয়ে নিতে বকখালি ছুটে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি ত্বরিতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*তবে বিয়ের আগে নায়িকা নিউজ১৮বাংলা.কম-র প্রতিনিধিকে জানিয়েছিলেন, বিয়ের পরেই শুটিঙয়ের চাপ থাকবে, তাই বছরের শেষে তাঁরা বিদেশে হানিমুন করবেন। তার আগে পাহাড়ে হবে ছোট্ট কোনও ট্যুর। যদিও পাহাড়ে যাওয়ার আগে সমুদ্রে ছুটতে দেখা গেল দু'জনকে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*মঙ্গলবারই নায়িকা তাঁদের হানিমুনের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানে তাঁকে গাড় সবুজ ড্রেসে দেখা গিয়েছে। সৌরভ পরেছিলেন লাল টি-শার্ট। দু'জনকে অন্তঃরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে ছবিতে। ছবি: ইনস্টাগ্রাম।