বিয়ের কাউন্টডাউন শুরু, চরম আবেগে 'হবু স্বামী' রুদ্রজিৎকে সোহাগে-আদরে ভরিয়ে দিলেন প্রমিতা, মুহূর্তে ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

*১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে তেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি প্রমিতা চক্রবর্তী এবং রুদ্রজিৎ মুখোপাধ্যায়। এরপর ২০২২-এ সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন রিল লাইফের রাঘব আর পারুল। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/6
*পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে একটি রিসর্টে বসবে রুদ্রজিৎ প্রমিতার বাগদানের আসর। অনুষ্ঠানে যোগ দেবেন রুদ্রজিৎ ও প্রমিতার ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুরা। থাকবেন দুই পরিবারের সদস্যরাও। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/6
*টিভি-র পর্দায় তাঁরা যথেষ্ট পরিচিত মুখ এই জুটি। একজন ‘এখানে আকাশ নীল’-এর মুখ্য ভিলেন চরিত্র, ডঃ ঝিনুক সেন অর্থাৎ প্রমিতা চক্রবর্তী। আর অন্যজন, ‘সাত ভাই চম্পা’র রাঘব ওরফে রুদ্রজিৎ মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/6
*‘সাত ভাই চম্পা’র সেটেই আলাপ রুদ্র-প্রমিতার। ওই ধারাবাহিকে ‘পারুল’ হয়েছিলেন প্রমিতা। এর আগে ‘বধূবরণ’-মেগা ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রমিতাকে। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/6
*বহু দিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রুদ্রজিৎ আর প্রমিতা। তাঁদের জুটিকে ভক্তরা খুবই পছন্দ করেন। এমনকি ভালবেসে তাঁদের ‘রুমিতা’ নামেও ডাকেন তাঁদের ফ্যানরা। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/6
*এনগেজমেন্টের পর সম্ভবত একইসঙ্গে থাকবেন ‘রুমিতা’। আর সেই কারণেই নতুন ফ্ল্যাটে সম্প্রতি শিফ্ট করেছেন রুদ্রজিৎ । সেই নতুন বাড়িতেই এ বছর লক্ষ্মী পুজো করছেন এই সেলেব জুটি।