TRENDING:

কোমরের খাঁজে ট্যাটু, উন্মুক্ত সর্পিল পিঠে শুধুই ফিনফিনে অন্তর্বাস! টলি নায়িকার ছবি ভাইরাল

Last Updated:
নায়িকার ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপ্টা গিয়েছে । দু’বার বিয়ে, দু’বার ডিভোর্স । লড়াইটা সহজ ছিল না । এখন অবশ্য লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি ।
advertisement
1/6
কোমরের খাঁজে ট্যাটু, উন্মুক্ত সর্পিল পিঠে শুধুই অন্তর্বাস!টলি নায়িকার ছবি ভাইরাল
• করোনা আর লকডাউন, আমাদের জীবন থেকে অনেকটা সময় কেড়ে নিয়েছে । তাই আনলক শুরু হতেই যেন জেগে উঠেছে বাঙালির পায়ের তলার সর্ষেগুলো । তারকারাও তার ব্যতিক্রম নন । কমবেশি সকলেই যাচ্ছে বেড়াতে । কেউ দূরে, কেউ বা কাছে-পিঠে। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/6
• আর ইনি হারিয়ে গেলেন অজানার উদ্দেশ্যে । সোশ্যাল মিডিয়ায় শুধুই একেরপর এক মন ভাল করা, উজ্জ্বল ছবির মেলা । তবে কোথায় হারিয়েছেন নায়িকা তাঁর খোঁজ দেননি কাউকে । গার্লস গ্যাংকে সঙ্গী করে নীল সমুদ্র, নারকেল-তাল গাছের সারির মধ্যে হুশ করে হারিয়ে গিয়েছেন । অবশ্য দেখে মনে হচ্ছে গোয়ার সমুদ্র তটেই চিল করছেন টলি নায়িকা অনিন্দিতা বসু । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/6
• সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই জনপ্রিয় মুখ অনিন্দিতা । রবি ওঝার ‘বউ কথা কও’ দিয়ে শুরু হয়েছিল তাঁর পথ চলা । তারপর ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’তেও দারুণ পরিচিতি পান । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/6
• আর তারপর জি বাংলা অরিজিনালসে তাঁর ‘গুটি মল্লার’ সিরিজ তো দারুণ জনপ্রিয় হয় । সেই অনস্ক্রিন হিরো ‘মল্লার’ ওরফে অভিনেতা সৌরভ দাসের সঙ্গেই এখন জমিয়ে লিভ ইন করছেন অনিন্দিতা । ২০১৭ থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/6
• যদিও এর আগে নায়িকার ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপ্টা গিয়েছে । দু’বার বিয়ে, দু’বার ডিভোর্স । লড়াইটা সহজ ছিল না । প্রথম স্বামী উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গে ডিভোর্সের পর অভিমন্যুকে বিয়ে করেন অনিন্দিতা । সেই বিয়েও টেঁকেনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/6
• তবে এখন শত্তুরের মুখে ছাই দিয়ে সৌরভের সঙ্গে জমিয়ে প্রেম আর সংসার দু’টোই করছেন । তবে বিয়ে নিয়ে আর কোনও তাড়াহুড়ো করতে চান না অনিন্দিতা। ছবি: ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কোমরের খাঁজে ট্যাটু, উন্মুক্ত সর্পিল পিঠে শুধুই ফিনফিনে অন্তর্বাস! টলি নায়িকার ছবি ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল