TRENDING:

Raima Sen: খোলা জ্যাকেটে কোনওক্রমে উন্মুক্ত বক্ষযুগল ঢাকলেন রাইমা, সাফ কথা ‘লজ্জা কেন পাব?’

Last Updated:
দেখলে বোঝা যায় রাইমার (Raima Sen) বয়স ৪১ বছর । তবে আজও অবিবাহিত তিনি ।
advertisement
1/5
খোলা জ্যাকেটে কোনওক্রমে উন্মুক্ত বক্ষযুগল ঢাকলেন রাইমা, সাফ কথা ‘লজ্জা কেন পাব?’
• তিনি সুচিত্রা সেনের (Suchitra Sen) নাতনি, মুনমুন সেনের (Moon Moon Sen Sen) মেয়ে । তিনি টলি-সুন্দরী (Tollywood), বলি-ডিভা (Bollywood) রাইমা সেন (Raima Sen) ৷ দিদিমা, মায়ের মতোই সাহসী, সুন্দরী আর দক্ষ অভিনেত্রী তিনিও । সম্প্রতি তিনি সঞ্জয় কাপুরের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছেন । সিরিজের নাম দ্য লাস্ট আওয়ার (The Last Hour) ৷ ‘হইচই’-এর ‘হ্যালো’তেও সমান জনপ্রিয় রাইমা । ছবি- ইনস্টাগ্রাম । • জিনগত উত্তরাধিকার সূত্রেই তিনি অসামান্য রুপসী । তার উপর পর্দায়, ক্যামেরার সামনে তিনি মারাত্মক বোল্ড । চাবুকের মতো চেহারা অবলীলায় ফ্লন্ট করতে ভালবাসেন রাইমা । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
2/5
• কখনও অন্তর্বাসে, কখনও স্যুইমস্যুটে, কখনও বোল্ড বিকিনিতে, কখনও বা অনাবৃত শরীরে তিনি যেন মোহময়ী । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
3/5
• এ বার বোতাম খোলা জ্যাকেটে, আবেদনভরা দৃষ্টিতে রাইমা এলেন ভক্তদের সামনে । ছবি পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
4/5
• বোল্ড ফোটোশ্যুট নিয়ে অবশ্য এর আগে একটি সাক্ষাৎকারে রাইমা বলেছিলেন, বোল্ড শ্যুট করতে তিনি লজ্জা পান না । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
5/5
• ৪১ বছরের অভিনেত্রীর দেখতে দেখতে ২২-২৩ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। তবে আজও অবিবাহিত তিনি । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপ-লাবণ্য যেন বেড়েই চলেছে । ছবি- ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raima Sen: খোলা জ্যাকেটে কোনওক্রমে উন্মুক্ত বক্ষযুগল ঢাকলেন রাইমা, সাফ কথা ‘লজ্জা কেন পাব?’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল