১ মাস আগেই ছিল তাপস-নন্দিনীর ৩৫তম বিবাহবার্ষিকী,ফেসবুকে ছবিও পোস্ট করেছিলেন মেয়ে সোহিনী...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কয়েক বছর ধরেই শরীর ভাল ছিল না তাপসের৷ নিয়মিত চিকিৎসা চলছিল অভিনেতার
advertisement
1/7

▪ তাপস পালের মৃত্যুর খবর যতটা আকস্মিক বাঙালি দর্শকদের জন্য, ততটাই তার পরিবারের কাছেও৷ দীর্ঘদিন শারীরিরভাবে অসুস্থ ছিলেন অভিনেতা৷ তবে তার মৃত্যুর ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে সকলকে৷ মাত্র ৬১ বছর বয়সে প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল৷
advertisement
2/7
▪ তাপস পালের মৃত্যুতে মঙ্গলবার বিকেল পর্যন্ত পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ প্রয়াত অভিনেতার বউ নন্দিনী বা তাঁর মেয়ে সোহিনী মুখ খোলেননি৷
advertisement
3/7
▪ একমাস আগেও বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে তাঁদের ছবি ফেসবুকে পোস্ট করেন সোহিনী৷ তাপস-নন্দিনীর দাম্পত্য জীবেন ৩৫ বছরে পা দিয়েছিল ১৬ই জানুয়ারি ২০২০৷
advertisement
4/7
▪ বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে তাঁদের ছবি ফেসবুকে পোস্ট করেন মেয়ে সোহিনী৷
advertisement
5/7
▪ ২০১৬ সালে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হন তাপস পাল৷ তখন তার পরিবার সব সময় পাশে ছিল তাঁর৷ দীর্ঘদিন জেলেও কাটাতে হয় অভিনেতাকে৷
advertisement
6/7
▪ কয়েক বছর ধরেই শরীর ভাল ছিল না তাপসের৷ নিয়মিত চিকিৎসা চলছিল অভিনেতার৷ দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি৷ কথা বলা বা চলাফেরা করতে সমস্যা হত৷ ১ ফেব্রুয়ারি বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে৷
advertisement
7/7
▪ তবে ধীরেধীরে আবারও ছবিতে ফিরছিলেন তিনি৷ শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দু টাকা৷ এরপরও বাঁশি ছবিতে কাজ করছিলেন তিনি৷ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বাঙালি দর্শক৷