TRENDING:

ওম-মিমির রিসেপশনেও একের পর এক চমক! দেখে নিন কিছু মুহূর্ত

Last Updated:
হয়ে গেল অভিনেতা ওম সাহানি ও মিমি দত্তর রিসেপশন। বউভাত থেকে সন্ধে বেলার রিসেপশনে সর্বত্রই ছিল চমক। এসেছিলেন মিমি ও ওমের বন্ধুরাও। দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত।
advertisement
1/6
ওম-মিমির রিসেপশনেও একের পর এক চমক! দেখে নিন কিছু মুহূর্ত
হয়ে গেল অভিনেতা ওম সাহানি ও মিমি দত্তর রিসেপশন। বউভাত থেকে সন্ধে বেলার রিসেপশনে সর্বত্রই ছিল চমক। এসেছিলেন মিমি ও ওমের বন্ধুরাও। দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত।
advertisement
2/6
এদিন মিমি ও ওমের বউভাতে ছিল ভূরিভোজ। নবদম্পতি একসঙ্গে বসেই এইদিন খাওয়া দাওয়া করেন। রিসেপশনের জন্য মিমি বেছে নেন নীল ও পার্পলের কম্বিনেশনে একটি শাড়ি। সঙ্গে ছিল মানানসই গয়না। অন্যদিকে সিগ্রিন রঙের একটি শেরওয়ানি পরেছিলেন ওম।
advertisement
3/6
এদিন ওম ও মিমির রিসেপশনে এসেছিলেন তাঁদের কাছের বন্ধু তথা অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। প্রথম থেকেই সায়ন্তনী ওম মিমির বিয়ে নিয়ে উচ্ছসিত ছিলেন। প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেম তিনি।
advertisement
4/6
ওম মিমির সঙ্গীত ও গায়ে হলুদ সেরেমনিতে সায়ন্তনীকে নাচতেও দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিসেপশনের জন্য সায়ন্তনী একটি কালো রঙের শাড়ি পরেছিলেন। গলার চোকার ছিল নজর কাড়ার মতো।
advertisement
5/6
এছাড়া ছিলেন অভিনেত্রী ও দেবপর্ণা পাল চৌধুরী। স্বামীর সঙ্গে এসেছিলেন তিনি। রিসেপশনে তাঁদের নাচতেও দেখা গিয়েছে। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে সমাম ভাবে উপস্থিত ছিলেন দুজনেই।
advertisement
6/6
প্রসঙ্গত, মিমি ও ওমের বিয়েতে ছিল একটি বিশেষত্ব। বৈদিক মতে বিয়ে করেছেন তাঁরা। অর্থাৎ বিয়েতে হয়নি কন্যাদান। ওমকেও মিমি সিঁদুর পরিয়েছেন। এছাড়া মহিলা পুরোহিত তাঁদের চারহাত করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ওম-মিমির রিসেপশনেও একের পর এক চমক! দেখে নিন কিছু মুহূর্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল