TRENDING:

বিয়ের ৭ দিনের মধ্যেই কেন খুলেছেন শাঁখা-পলা! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হলেন গায়িকা ইমন

Last Updated:
নববধূ ইমনের হাতে এয়োস্ত্রী’র কোনও লক্ষণ ছিল না । শাঁখা-পলা খুলে ফেলেছিলেন তিনি । এতেই শুরু হয়ে গেল সমালোচনা ।
advertisement
1/5
বিয়ের ৭ দিনের মধ্যেই কেন খুলেছেন শাঁখা-পলা! ব্যাপক ট্রোলড হলেন গায়িকা ইমন
• ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নীতি পুলিশরা । বাদ গেলেন না গায়িকা ইমন চক্রবর্তীও । এর আগে শাঁখা-পলা পরা নিয়ে ট্রোল করা হয়েছিল আরও এক সদ্য বিবাহিতা তারকা ত্বরিতা চট্টোপাধ্যায়কেও । এ বার সেই একই আক্রমণের স্বীকার ইমন ।
advertisement
2/5
• গত ২ ফেব্রুয়ারি নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ইমন চক্রবর্তী । রাজকীয় সেই বিয়ের আসরে খাঁটি বাঙালি বধূর সাজেই সেজেছিলেন ইমন । লাল বেনারসী, সোনার গয়না, হাতে শাঁখা-পলা, সিঁথি ভর্তি সিঁদুর...সবটাই দেখা যায় । কিন্তু গোল বাঁধে বিয়ের সাত দিনের মধ্যে তাঁর একটি স্টেজ শোয়ের ছবি পোস্ট করার পর থেকেই ।
advertisement
3/5
• ৭ ফেব্রুয়ারি ছিল জাঙ্গিপাড়া বইমেলার গানের অনুষ্ঠান । অনুষ্ঠানের বিভিন্ন মূহূর্তের ছবি তিনি পোস্ট করেন তাঁর ফেসবুক পেজে। শো-তে বেগুনি রঙের কাতান বেনারসি পরা ইমনকে গান ধরতে দেখা যায়।
advertisement
4/5
• নববধূর সিঁথি ভর্তি সিঁদুর থাকলেও হাতে ছিল না শাঁখা-পলা । এরপরেই নেটিজেনদের একাংশ নীতি পুলিশের ভূমিকা নিয়ে তাঁর সমালোচনা শুরু করেন । কেউ বলেন, বিয়ের পরপরই শাঁখা-পলা খোলা উচিত হয়নি । কেউ আবার বলেন, যতই তিনি তারকা হন না কেন, তিনি একজন বাঙালি হিন্দু ঘরের বৌ । তাই এই নিয়ম অমান্য করা তাঁর উচিত হয়নি ।
advertisement
5/5
• এই ঘটনার প্রতিবাদে একযোগে মুখ খুলেছেন টলিউডের অন্য চার সদ্য বিবাহিত নায়িকা । ইমনের পাশে দাঁড়িয়েছেন গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী, অভিনেত্রী, ডান্সার দেবলীনা কুমার, অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়, নায়িকা তৃণা সাহা এবং অভিনেত্রী মিমি দত্ত । তাঁদের সকলেরই মতে সমাজের কিছু কুসংস্কার দ্রুত পাল্টানো দরকার । কে, কী পরবে, তা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার । পুরুষতান্ত্রিক সমাজের গোঁড়ামি গুলো সবার আগে কাটিয়ে উঠতে হবে ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বিয়ের ৭ দিনের মধ্যেই কেন খুলেছেন শাঁখা-পলা! সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হলেন গায়িকা ইমন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল