TRENDING:

রঙিন ধুতির পাড়ে কাঁথার কাজ, ব্লক প্রিন্ট...পুরুষদের ফ্যাশনে তাঁর হাতে সৃষ্টি হয়েছিল নতুন যুগের

Last Updated:
অভিষেক বচ্চনের বিয়ের পোশাক পর্যন্ত তাঁর হাতে বানানো । সৃজিত মুখোপাধ্যায়ের বিয়ের সাজও তাঁরই ডিজাইন করা ।
advertisement
1/8
রঙিন ধুতির পাড়ে কাঁথার কাজ...পুরুষদের ফ্যাশনে তাঁর হাতে সৃষ্টি হয়েছিল নতুন যুগ
• তিনি ছিলেন অনন্য । অনবদ্য । গোটা বিশ্ব এক ডাকে চিনত এই বাঙালি কন্যাকে । পুরুষদের ফ্যাশনকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছিলেন ডিজাইনার শর্বরী দত্ত । ছবি: ফেসবুক
advertisement
2/8
• বৃহস্পতিবার কলকাতায় নিজের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ । মৃত্যুর কারণ নিয়ে এখনও সন্দেহ রয়েছে । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে । ছবি: ফেসবুক
advertisement
3/8
• একদিন এই শর্বরীই বিশ্ব জয় করেছিলেন পুরুষ পোশোকে স্বাতন্ত্র্য এনে । নব্বইয়ের দশক থেকে যখন পুরুষদের ফ্যাশনে তেমনভাবে গুরুত্বই দেওয়া হত না, সে সময় শুধুমাত্র পুরুষদের পোশাক নিয়েই পরীক্ষা নিরীক্ষা শুরুকরেন শর্বরী । ছবি: ফেসবুক
advertisement
4/8
• অভিষেক বচ্চনের বিয়ের পোশাক পর্যন্ত তাঁর হাতে বানানো । সৃজিত মুখোপাধ্যায়ের বিয়ের সাজও তাঁরই ডিজাইন করা । টলিউডের বহু তারকাই বিয়ের দিন তাঁর পোশাকের উপর ভরসা করতেন । ছবি: ফেসবুক।
advertisement
5/8
• রঙিন ধুতির প্রচলন তাঁর হাত ধরেই শুরু । রঙিন ধুতির পাড়ে কাঁথা স্টিচ বা রাজস্থানী প্রিন্ট–এসব সৃষ্টি তাঁরই। ছবি: ফেসবুক
advertisement
6/8
• ২০০৮ সালে ধুতি-পাঞ্জাবিতে ইজিপ্ট ঘরানার কাজ করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন । জনপ্রিয় কবি অজিত দত্তের মেয়ে শর্বরী। সাহিত্য চর্চা, বই, থিয়েটার, পেইন্টিং এইসবের মধ্যেই বড় হয়েছেন। সৃজনশীল সব কিছুই তাঁর ভাল লাগতো। ছবি: ফেসবুক
advertisement
7/8
• ধীরে ধীরে এই পেশায় পা দেন । তবে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে তাঁর । পা দিয়েছেন নতুন যৌথ পরিবারে । এক ছেলের মা শর্বরী শুরু করলেন শূন্য থেকে । ছবি: ফেসবুক
advertisement
8/8
• জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ছিলেন আর এক ‘শূন্য’কে । তার নতুন ডিজাইনার স্টোর । শেষ বয়সে একমাত্র ছেলে অমলিনের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ধাক্কা পেয়ে বেরিয়ে এসেছিলেন নিজের হাতে তৈরি করা দোকান থেকে । নতুন করে গড়ে তুলেছিলেন ‘শূন্য’কে । সবকিছু শূন্য করে চলে গেলেন ৮০ বছরের শর্বরী । ছবি: ফেসবুক
বাংলা খবর/ছবি/বিনোদন/
রঙিন ধুতির পাড়ে কাঁথার কাজ, ব্লক প্রিন্ট...পুরুষদের ফ্যাশনে তাঁর হাতে সৃষ্টি হয়েছিল নতুন যুগের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল