গোয়া ট্রিপ থেকে দুর্গাপুজোর আড্ডা, সৃজিতের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন মিথিলা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

*গোয়া ট্রিপ থেকে শহরে দুর্গাপুজোর আড্ডা । দ্রিজিতের সঙ্গে কাটান অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করলেন মিথিলা । ছবিঃ ইনস্টাগ্রাম ।
advertisement
2/5
*রবিবার দুপুরে মিথিলা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করেন । লিখেছেন , "Some random unpublished memories 💕" । ছবিঃ ইনস্টাগ্রাম ।
advertisement
3/5
*প্রথম ছবিটি তাঁদের ডেটে যাওয়ার । লাল পাঞ্জাবিতে সৃজিত আর হাল্কা রঙের এলিগ্যান্ট একটি শাড়িতে মিথিলা । সেদিন বেঙ্গালুরুতে ডেট করেছিলেন এই তারকা দম্পতি । ছবিঃ ইনস্টাগ্রাম ।
advertisement
4/5
*কলকাতার দুর্গাপুজোর আড্ডার ছবিও রয়েছে তাঁর এই পোস্টে । সেখানে গাড় সবুজ সারিতে মিথিলাকে লাগছে সুন্দরী । ছবিঃ ইনস্টাগ্রাম ।
advertisement
5/5
*ক্যাজুয়াল ফ্লোরাল ড্রেসে মিথিলা । আর নীল জিনস আর টি-শার্টে সৃজিতের ছবিটি গোয়ায় বেড়াতে গিয়ে তোলা । ছবিঃ ইনস্টাগ্রাম ।