Paayel Sarkar: নির্বাচনী প্রচারে পোশাক ছিল সাদামাটা! ফের সোশ্যাল মিডিয়ায় সাহসী রূপে আলোড়ন ফেলেছেন পায়েল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ভোটের সময় নিজের ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলে ছিলেন বেশ কিছু সাহসী ছবি। কিন্তু ফের লাস্যময়ী অবতারের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
advertisement
1/6

বিধানসভা নির্বাচনের অন্যতম জনপ্রিয় প্রার্থী ছিলেন অভিনেত্রী পায়েল সরকার। বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন তিনি। ভোটে পরাজিত হলেও, নির্বাচনী প্রচারে মানুষের নজর কেড়েছিলেন তিনি।
advertisement
2/6
ভোটের প্রচারে ও তার স্টাইল স্টেটমেন্ট চোখে পড়েছিল অনুরাগীদের। বেশিরভাগ সময়ে তাঁকে দেখা গিয়েছিল সাদা সালোয়ার-কামিজে। যদিও ভোটের সময় নিজের ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলে ছিলেন বেশ কিছু সাহসী ছবি। কিন্তু ফের লাস্যময়ী অবতারের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
advertisement
3/6
'গ্ল্যাম মোড অন' -গ্ল্যামারাস ছবি শেয়ার করে এমনই লিখলেন পায়েল। মুহূর্তে ভাইরাল হলো সেই ছবি। ছবিতে পায়েল কে দেখা যাচ্ছে সাদা রংয়ের হাই নেক নিটেড টি-শার্টে। আর তার সঙ্গে মেকআপ ও হেয়ার একেবারে মানানসই।
advertisement
4/6
ভোটের প্রচারে রোদে পুড়ে এলাকায় ঘুরে ছিলেন পায়েল। কিন্তু তার কোন ছাপ নেই এখন তাঁর মুখে। বড় একেবারে হট অবতারে কাম ব্যাক তাঁর।
advertisement
5/6
রবিবারও একেবারে হট লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের ধারে হাই স্লিট নেভি ব্লু শিমারি গাউন পরে বসে রয়েছেন পায়েল। নজর কেড়েছে অভিনেত্রীর হাই হিল।
advertisement
6/6
'ম্যাজিক' ছবিতে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। বেশ কয়েকটি ওয়েব সিরিজ কাজ করেছেন পায়েল। আগামী দিনে 'জতুগৃহ' ছবিতে দেখা যাবে তাঁকে। বড় পর্দায় ফেরার আগে নিজেকে আরও গ্ল্যামারস করে তুললেন পায়েল।