TRENDING:

হল না কন্যা সম্প্রদান, সিঁদুর পরলেন ওম-ও! সাতপাকে বাঁধা পড়লেন ওম-মিমি

Last Updated:
এই বিয়েতে না হল কোনও কন্যা সম্প্রদান, না হল পিঁড়িতে চড়ে কনের প্রবেশ । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরলেন সেই শুভ সিঁদুর ।
advertisement
1/6
হল না কন্যা সম্প্রদান, সিঁদুর পরলেন ওম-ও! সাতপাকে বাঁধা পড়লেন ওম-মিমি
• শুভ বিবাহ সুসম্পন্ন হইল । তবে এ বিয়ের রীতি, আচার, অনুষ্ঠান সবটাই ছিল একটু অন্য স্বাদের । একটু ছকভাঙা । এই বিয়েতে না হল কোনও কন্যা সম্প্রদান, না হল পিঁড়িতে চড়ে কনের প্রবেশ । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরলেন সেই শুভ সিঁদুর । আসলে ওম-মিমি’র বিয়ে সম্পন্ন হল বৈদিক মতে ।
advertisement
2/6
• ঠিক যেন সিনেমার মতো । ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাটা তো অনেকেই দেখেছিলেন । রাজ্যের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবনের উপর আধারিত ছিল ছবিটি । মুখ্য ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী । সেই নন্দিনী ভৌমিকই বিয়ে দিলেন ওম-মিমি’র ।
advertisement
3/6
• বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সাজলেন মিমি। গা ভর্তি সোনার গহনা। টোপর মাথায় দিয়ে ছাতনা তলায় হাজির ওম । গানের তালে, সুরের ছন্দে, বিশুদ্ধ মন্ত্রচ্চারণের আবেশে একসঙ্গে পথচলার শপথ নিলেন ওম মিমি।
advertisement
4/6
• দিন কয়েক আগেই টলিউডের আরও এক তারকা জুটি সাতপাকে বাঁধা পরেছিলেন । দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । সেই বিয়েতেও হয়নি কন্যাদান।
advertisement
5/6
• ২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। রূপসী বাংলার ধারাবাহিক 'আলোর বাসা'-এ কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে দু'জনের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। ২০১৭ সালে ফের দেখা হয় দু'জনের। সময়ের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম।
advertisement
6/6
• গত বছরের শেষেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন ওম-মিমি । তার মাস খানেকের মধ্যেই বিয়ে । গত এক মাস ধরে চুটিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন, আর ব্যাচেলর্স পার্টিতে নেচেছেন ওম-মিমি । অবশেষে চার হাত এক হয়ে গেল টলিউডের এই দুই মিষ্টি লভবার্ডসের ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
হল না কন্যা সম্প্রদান, সিঁদুর পরলেন ওম-ও! সাতপাকে বাঁধা পড়লেন ওম-মিমি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল