এ বার লিড রোলে আসছে ‘করুণা’ঐন্দ্রিলা, মুখ খুলল ‘রাসমণি’ দিতিপ্রিয়া
Last Updated:
advertisement
1/9

•• এই তো কিছুদিন আগে ‘করুণাময়ী রানি রাসমণি’ধারাবাহিকে ইতিহাসের গল্প মেনে বিদায় নিয়েছে দিতিপ্রিয়া রায় অভিনীত রাসমণির তৃতীয় কন্যা করুণার চরিত্রটি ৷
advertisement
2/9
•• ‘করুণাময়ী রানি রাসমণি’ধারাবাহিকটিতে করুণা’র চরিত্রে অভিনয় করেছে ঐন্দ্রিলা সাহা ৷
advertisement
3/9
•• ঐন্দ্রিলা অভিনীত চরিত্রটির কিছুদিন আগেই জীবনাবসান ঘটেছে ৷ এখন কী করছে অভিনেত্রী ?
advertisement
4/9
•• ইতিমধ্যেই নতুন ধারাবাহিকে অভিনয় করতে শুরু করে দিয়েছে ঐন্দ্রিলা ৷ এবার সেই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছে সে ৷ ধারাবাহিকের নাম ‘খনার বচন’৷
advertisement
5/9
•• কালার্স বাংলায় আগামী ১৪ জানুয়ারি সন্ধ্যা ছ’টার স্লটে শুরু হতে চলেছে এই ধারাবাহিক ৷ আর ‘খনার বচন’-এ ‘খনা’র চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে ৷
advertisement
6/9
•• ‘করুণাময়ী রানি রাসমণি’তে শান্ত করণার চরিত্রে চুটিয়ে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা ৷ এখন মহিয়সী ‘খনা’র চরিত্রে ঐন্দ্রিলা কেমন অভিনয় করে সেটাই এখন দেখার ৷
advertisement
7/9
•• এতদিন একইসঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব হয়ে গিয়েছে দিতিপ্রিয়া এবং করুণার মধ্যে ৷ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া ৷ এখন ঐন্দ্রিলাকেও দেখা যাবে ‘খনার বচন’ধারাবাহিকের প্রধান চরিত্রে ৷ কী প্রতিক্রিয়া দিতিপ্রিয়ার ?
advertisement
8/9
•• ‘মেয়ে করুণা’এখন অন্য এক ধারাবাহিকের প্রধান চরিত্রে ৷ কেমন লাগছে ? প্রশ্ন শুনতেই হেসে দিতিপ্রিয়া বলল,‘‘প্রথমেই বলি অনস্ক্রিন আর অফস্ক্রিনের মধ্যে অনেক ফারাক ৷ ও আমার মেয়ে নয় ৷ তবে, এটা সত্যি যে, ঐন্দ্রিলা আর আমার মধ্যে খুব ভাল সম্পর্ক ৷ আমরা খুব ভা বন্ধু৷’’
advertisement
9/9
•• ‘আমি খুব খুশি যে, ও অন্য সিরিয়ালের লিড রোলে অভিনয় করছে ৷ ওর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল ৷’’