TRENDING:

Nusrat Jahan-Yash Dashgupta: ছেলের বাবা কি তবে যশ-ই ? Y- দিয়ে ছেলের নাম রাখলেন নুসরত

Last Updated:
Nusrat Jahan named her Son: অবশেষে জানা গেল নুসরতের ছেলের নাম । নাম শুরু Y অক্ষর দিয়ে ।
advertisement
1/6
ছেলের বাবা কি তবে যশ-ই ? Y- দিয়ে ছেলের নাম রাখলেন নুসরত
• মা হয়েছেন তিনি । অনেক বিতর্ক, অনেক সমালোচনা, ট্রোলিংকে উপেক্ষা করে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামজাদা বেসরকারি হাসপাতালে বেলা ১টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী (Nusrat Jahan becomes mother) । হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুম, সর্বক্ষণই নায়িকার পাশে ছিলেন তাঁর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dashgupta)।
advertisement
2/6
• নিখিলের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকেই নুসরতের সঙ্গে অভিনেতা যশের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে । নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সেই গুঞ্জন আরও তীব্র হয় । কিন্তু আজ পর্যন্ত কখনওই যশের সঙ্গে তাঁর সম্পর্ক বা সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি নুসরত ।
advertisement
3/6
• বাবার পরিচয় ছাড়াই তাঁর সন্তানকে জন্ম দিয়ে, তাকে নিজের পরিচয়েই বড় করতে চান সদ্য মা নুসরত জাহান (Nusrat Jahan Delivers Baby Boy)। ভবিষ্যতে তিনি কোনও সম্পর্কে নিজেকে বাঁধবেন কিনা তা সময় বলবে । কিন্তু আপাতত তাঁর সন্তানের কাছে তিনিই মা, তিনিই বাবা ।
advertisement
4/6
• যদিও জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তটিতে সবসময় নুসরতকে চোখে-চোখে রেখেছেন যশ । একসঙ্গে পাহাড়ের কোলে সময় কাটানোই হোক বা কফি ডেটে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুমে উপস্থিত থাকা... একসঙ্গেই রয়েছেন ‘যশরত’ ।
advertisement
5/6
• সন্তানের পিতৃপরিচয় এখনও জানা না গেলেও সাধারণ মানুষকে তারকা, প্রত্যেকেই ধরে নিয়েছেন যশই সদ্যোজাতের বাবা । তাই অনেকেই যশ’কে শুভেচ্ছা জানাচ্ছেন । তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি উঠছে, সদ্যোজাতর নাম ও ছবি প্রকাশ্যে আনার জন্য ।
advertisement
6/6
• অবশেষে সূত্র মারফত জানা গিয়েছে, যশের ইংরাজি নামের সঙ্গে মিলিয়ে Y- দিয়েই নাম দেওয়া হয়েছে নুসরতের ছেলের । তার নাম দেওয়া হয়েছে ঈশান । ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই তিনি রাখতে চান ছেলেকে। এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি সেখানেও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan-Yash Dashgupta: ছেলের বাবা কি তবে যশ-ই ? Y- দিয়ে ছেলের নাম রাখলেন নুসরত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল