TRENDING:

Nusrat Jahan| Yash Dasgupta|| আজ ঈশানের মায়ের ছবি তুলে দিলেন কে? প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত, জানালেন...

Last Updated:
Nusrat Jahan's Cryptic Post: আজ ঈশানের আট দিন বয়স হল। গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন পার্কস্ট্রিটের একটি নামি বেসরকারি হাসপাতালে।
advertisement
1/8
ঈশানের মায়ের ছবি তুলে দিলেন কে? প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত, জানালেন...
*'যাঁদের উপদেশ নিতে চান না, তাঁদের সমালোচনাও গ্রাহ্য করবেন না।'...মা হওয়ার পর আজ প্রথমবার দীর্ঘ নিরবতা ভাঙলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। হ্যাশট্যাগে নুসরত লিখেছেন, newrole,  newmommylife, newlook। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*তবে ক্যাপশনে বা হ্যাশট্যাগে নয়। পোস্টের চমক রয়েছে শেষ শব্দে। ছবিটি কে তুলেছেন, তা উল্লেখ করে নুসরত লিখেছেন 'ড্যাডি'। তবে  সেই ড্যাডি নুসরতের বাবা নাকি পরিবারের নুতুন সদস্যের বাবা, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*আজ ঈশানের আট দিন বয়স হল। গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন পার্কস্ট্রিটের একটি নামি বেসরকারি হাসপাতালে। বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
*মা হওয়ার দিন সকালে হাসপাতালের কেবিন থেকে নুসরত ছবি পোস্ট করেন। পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরে ফের ছবি শেয়ার করেন নিজের। তবে আজ যে ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁর চোখে দৃঢ়তা স্পষ্ট। সমাজের বহু সমালোচনার জবাব আজ তাঁর পোস্টে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*উল্লেখ্য, যেদিন থেকে নুসরতের মা হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে, সেদিন থেকেই তাঁরে বিয়ে থেকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক... নানা রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরাও নানাভাবে সমালোচনা করেছেন। কিন্তু বরাবরই চুপ থেকে সব কটাক্ষ উপেক্ষা করেছেন তিনি। ছুপ থেকেছেন যশও। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/8
*তবে নুসরতের সঙ্গে ছায়ার মতো ছিলেন যশ। অন্ত্বঃস্বত্তা থাকাকালীন তার সব ইচ্ছে এবং ভাললাগা মিটিয়েছেন। কিন্তু কখনও তাঁদের একসঙ্গে দেখা যায়নি। একসঙ্গে ছবিো পোস্ট করেননি। যদিও, দু'জনের পোস্ট করা নানা ছবি থেকে বারে বারেই স্পষ্ট হয়েছে একসঙ্গে সব সময় কাটিয়েছেন দু'জনে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*কিন্তু নুসরত যেদিন হাসপাতালে ভর্তি হন, সেদিন প্রথম ক্যামেরাবন্দি হন দু'জনে। গাড়ি ড্রাইভ করে নুসরতকে হাসপাতালে নিয়ে যান যশ। পরের দিন অস্ত্রোপচারের সময়েও ওটিতে ছিলেন যশ। এমনকি নুসরত হাসপাতাল থেকে ছাড়া পেলে, প্রথমবার ঈশানকে কোলে নিয়ে দেখা গিয়েছিল তাঁকেই। কিন্তু, তারপরেই নিরব ছিলেন দু'জনে। কিন্তু আজকের এই পোস্ট যে অনেক কিছুই উত্তর দিল, তা কি আর বলার অপেক্ষা রাখে? ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*এমনকি নুসরত হাসপাতাল থেকে ছাড়া পেলে, প্রথমবার ঈশানকে কোলে নিয়ে দেখা গিয়েছিল তাঁকেই। কিন্তু, তারপরেই নিরব ছিলেন দু'জনে। কিন্তু আজকের এই পোস্ট যে অনেক কিছুই উত্তর দিল, তা কি আর বলার অপেক্ষা রাখে? ছবি: ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan| Yash Dasgupta|| আজ ঈশানের মায়ের ছবি তুলে দিলেন কে? প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত, জানালেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল