TRENDING:

‘দয়া করে ঠেলবেন না’, সংসদে শপথ নেওয়ার পরেই সাংবাদিকদের সামনে ধৈর্য্য হারালেন মিমি-নুসরত

Last Updated:
advertisement
1/9
‘দয়া করে ঠেলবেন না’, সংসদে শপথ নেওয়ার পরেই ধৈর্য্য হারালেন মিমি-নুসরত
• শপথ নেওয়ার পরেই ঘটল বিপত্তি ৷ মঙ্গলবার সকালে সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সামনেই ধৈর্য হারালেন বাংলার দুই তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী ৷
advertisement
2/9
• লোকসভায় শপথের দিন উপস্থিত থাকতে পারেননি ৷ সে সময় ডেস্টিনেশন ওয়েডিং সারতে তুরস্কের বোদরুমে উড়ে গিয়েছিলেন বসিরহাট কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ নুসরত জাহান ৷
advertisement
3/9
• রবিবার ভোর রাতে কলকাতায় পৌঁছনোর পর মঙ্গলবার সকালে লোকসভায় শপথ গ্রহণ করলেন নুসরত ৷ বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে গিয়ে শপথের দিন সংসদে হাজিরা দিতে পারেননি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তীও ৷ (Image: LSTV/PTI)
advertisement
4/9
• এদিন সকালে তাই দুই বন্ধ‌ুতে একই সঙ্গে উড়ে যান দিল্লিতে ৷ সংসদে এদিন দু’জনেই বাংলায় শপথ গ্রহণ করেন ৷ (Image: News18)
advertisement
5/9
• শপথের আগে দু’জনকেই সংসদে প্রণাম করে ঢুকতে দেখা যায় ৷ (Image: PTI)
advertisement
6/9
• সদ্যই বিয়ে হয়েছে ৷ তাই একেবারে নববধূর সাজে লোকসভায় পৌঁছন তারকা-সাংসদ নুসরত ৷ বেগুনি পাড় সাদা লিনেন শাড়ির আঁচল ছিল গায়ে জড়ানো ৷ হাত ভর্তি মেহেন্দি, চূড়া আর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর ৷ অন্যদিকে মিমি পরেছিলেন সাদা ফুল স্লিভস সালোয়ার কামিজ ৷
advertisement
7/9
• শপথের শেষে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসতেই তাঁদের ঘিরে ধরেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ৷ প্রথমে সকলকে হাসিমুখে পোজ দেন মিমি-নুসরত ৷ কিন্তু অত্যন্ত ঠেলাঠেলিতে কার্যতই বিরক্ত হয়ে ওঠেন দুই তারকা-সাংসদ ৷
advertisement
8/9
• ঠেলাঠেলির হাত থেকে বাঁচাতে মিমিকে দু’হাত দিয়ে আগলে ধরতে দেখা যায় নুসরতকে ৷ এক সাংবাদিককে লক্ষ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘আপ ধাক্কা নেহি মার সকতে স্যর, সামঝিয়ে বাত কো ৷’
advertisement
9/9
• ঠেলাঠেলির হাত থেকে বাঁচাতে মিমিকে দু’হাত দিয়ে আগলে ধরতে দেখা যায় নুসরতকে ৷ এক সাংবাদিককে লক্ষ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘আপ ধাক্কা নেহি মার সকতে স্যর, সামঝিয়ে বাত কো ৷’
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘দয়া করে ঠেলবেন না’, সংসদে শপথ নেওয়ার পরেই সাংবাদিকদের সামনে ধৈর্য্য হারালেন মিমি-নুসরত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল