পথ পশুদের জন্য বিশেষ উদ্যোগে হাজির চিরঞ্জিত ও দেবলীনা
- Published by:Pooja Basu
Last Updated:
ক্যালেন্ডার শ্যুটের প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে ছিলেন সুদীপ ভট্টাচার্য ও ক্রিয়েটিভ ডিজাইনার পিয়ালী মুন্সী।
advertisement
1/5

•পথপশুদের পাশে দাঁড়ালো শিবানী মুন্সী প্রোডাকশনের ‘বর্ষ বরণে বিবিয়ানা’- এই উদ্যোগ। শীর্ষক বাংলা নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেল। এই উদ্যোগ নিয়েছেন পরিচালক পারমিতা মুন্সী ভট্টাচার্য। এই ক্যালেন্ডার থেকে সংগ্রহীত অর্থ ব্যয় করা হবে পথ পশুদের কল্যাণের কাজে।
advertisement
2/5
•৩০ শে এপ্রিল, প্রিন্সটন ক্লাবে বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে প্রকাশ করা হলো এই ক্যালেন্ডার। ক্যালেন্ডার এর মধ্যে দিয়ে পারমিতা নারীত্বের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য রেখেছেন। তাঁর অনুপ্রেরণার মূলে ছিল, প্রাচীন ভারতীয় পুরাণ, সামাজিক রীতি নীতি থেকে শুরু করে সমকালীন সাহিত্য। ক্যালেন্ডার শ্যুট এর প্রোডাকশন ডিজাইন এর দায়িত্বে ছিলেন সুদীপ ভট্টাচার্য ও ক্রিয়েটিভ ডিজাইনার পিয়ালী মুন্সী। এই ক্যালেন্ডার শ্যুটে মডেল হিসেবে অংশ গ্রহণ করেছিলেন সমাজের বিভিন্ন কর্মক্ষেত্র থেকে উঠে আসা বিশিষ্ট নারীরা। লেফটেন্যান্ট থেকে শুরু করে অভিনেত্রী, চিত্র পরিকাল অংশ গ্রহণ করেছিলেন এই ক্যালেন্ডার শ্যুটে।
advertisement
3/5
•এই দিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ও কোলকাতা পুলিশ এর জয়েন্ট কমিশনার সুজয় চন্দ। দেবলীনা দত্ত মুখার্জী, রূপা মজুমদার, রৌনক মজুমদার, ডক্টর লেফটেন্যান্ট মনামী সমাদ্দার, ও সুকন্যা রক্ষিত গুপ্ত সহ বিশিষ্ট জনেরা ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ক্যালেন্ডার শ্যুট থেকে সংগ্রহীত সমস্ত অর্থ প্রদান করা হবে পথ পশুদের সাহায্যার্থে। তাদের চিকিৎসা, খাদ্য সরবরাহের জন্য ব্যয় করা হবে এই ক্যালেন্ডার দ্বারা সংগ্রহীত অর্থ।
advertisement
4/5
•এরকম একটি কাজের সকনগে যুক্ত থাকতে পেরে আপ্লুত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি জানালেন, 'পথ পশুদের সাহায্যে এই যে প্রয়াস পারমিতা মুন্সী ভট্টাচার্য গ্রহণ করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে এই সব পশুরা, নিশচিন্তে বাঁচতে পারবে। পাশ্চাত্য দেশ গুলোতে যেমন পথ পশুদের জীবন ও খাদ্যের বিপুল নিশ্চয়তা রয়েছে আমাদের দেশেও নিশ্চয়তা আসবে। কিন্তু যতদিন না সেই পরিস্থিতি আসছে, ততদিন পারমিতার মতো মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একান্ত প্রয়োজনীয়। পারমিতার এই উদ্যোগকে আমি আন্তরিক সাধুবাদ জানাই।'
advertisement
5/5
•অভিনেতা দেবলীনা দত্ত মুখোপাধ্যায়, এই ক্যালেন্ডারের মডেলও তিনি। তাঁর কথায়, 'অ্যানিমাল অ্যাকটিভিস্ট কথাটার সঙ্গে আমার একটু আপত্তি রয়েছে। বিভিন্ন প্রাণীদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা খুবই স্বাভাবিক, তার জন্য আলাদা করে অ্যানিমাল অ্যাকটিভিস্ট হতে হয় না। আমি পারমিতা মুন্সী ভট্টাচার্য কে দীর্ঘদিন ধরে চিনি। আমি বারংবার সাপোর্ট করে এসেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করবো, এটা নিশ্চিত।' ক্যালেন্ডার শ্যুট এর প্রধান কান্ডারী পারমিতা মুন্সী ভট্টাচার্য বললেন, ' করোনা আবহে বিচলিত আমাদের সমাজ জীবন। কিন্তু আমার অনুরোধ এমন দুঃসময়ে পথ পশুদের যেন মানুষ ভুলে না যায়। আমার একান্ত অনুরোধ তাদের যেন আমরা ত্যাগ না করি। তাদের সাহায্যার্থে এই ক্যালেন্ডার প্রকাশ করেছি আমরা।'