হ্যালো, ব্যোমকেশ, একেন বাবু...একগুচ্ছ ওয়েব সিরিজের নতুন সিজন নিয়ে আসছে হইচই
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আপনার প্রিয় সমস্ত সিরিজেরই পরবর্তী সিজন একইসঙ্গে আসছে ‘হইচই’-এ । এক ঝলকে দেখে নিন কী কী নতুন এপিসোড আসছে ।
advertisement
1/12

• অপেক্ষা ছিল বহুদিনের । এ বার একই সঙ্গে সব অপেক্ষার অবসান হতে চলেছে । একই সঙ্গে এক গুচ্ছ ওয়েব সিরিজের পরবর্তী সিজনের ঝুলি নিয়ে হাজির হইচই ।
advertisement
2/12
• লকডাউনে বন্ধ সিনেমা হল । তাই বাংলা ছবি দেখতে মানুষের ভরসা হয়ে উঠেছে ‘হইচই’, ‘হটস্টার’ বা ‘জি5’-এর মতো ওটিটি প্লাটফর্মগুলো । নিজেদের মনের রসদ আর অবসরের সঙ্গী হিসাবে মানুষ বেছে নিয়েছে এই সমস্ত ডিজিটাল বিনোদন মাধ্যমগুলিই ।
advertisement
3/12
• গত কয়েকদিন ধরেই ‘হইচই’ প্রচার চালাচ্ছিল নতুন কিছু সিরিজের পরবর্তী সিজন আনার বিষয়ে । তবে এভাবে একসঙ্গে যে এতগুলো সিজন আসবে তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি ।
advertisement
4/12
• রাইমা সেন ও প্রিয়াঙ্কা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘হ্যালো’ । ইতিমধ্যেই এর দু’টি সিরিজ মানুষ দেখে ফেলেছেন । উপভোগও করেছেন তাড়িয়ে তাড়িয়ে । বহুদিন পর সেই সিরিজের পরবর্তী সিজন ‘হ্যালো 3’ নিয়ে আসতে চলেছে ‘হইচই’।
advertisement
5/12
• অনির্বাণ ভট্টাচার্য্য আর ঋদ্ধিমার ব্যোমকেশও খুবই জনপ্রিয় । সেই সিরিজের পরবর্তী সিজনও আসতে চলেছে খুব শীঘ্রই ।
advertisement
6/12
• লকডাউনের শুরুতেই এসেছিল মিউজিক্যাল থ্রিলার ‘তানসেনের তানপুরা’ । বিক্রম চট্টোপাধ্যায়ের এই জনপ্রিয় সিরিজের দ্বিতীয় পার্টও আসছে ।
advertisement
7/12
• এর সঙ্গে রয়েছে ‘চরিত্রহীন’ । সিজন-3 তে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে ।
advertisement
8/12
• আসছে একেন বাবু । মজার এই রহস্য রোমাঞ্চ দর্শকদের দারুণ পছন্দের । পরবর্তী এপিসোড দেখার অপেক্ষায় দিন গুণছেন দর্শকরা ।
advertisement
9/12
• সঙ্গে আসছে ‘মানি হানি’-র দ্বিতীয় এপিসোড ।
advertisement
10/12
• আসছে ‘বন্য প্রেমের গল্প’ সিজন ২ । টলি-নায়িকা তনুশ্রী চক্রবর্তী আছেন এই সিরিজে ।
advertisement
11/12
• আসছে ‘সেই যে হলুদ পাখি ২’ ।
advertisement
12/12
• আসছে ‘রহস্য রোমাঞ্চ ৩’ ।