TRENDING:

শান্তিনিকেতনে 'বেলাশুরু' করলেন সৌমিত্র, স্বাতীলেখা !

Last Updated:
advertisement
1/5
শান্তিনিকেতনে 'বেলাশুরু' করলেন সৌমিত্র, স্বাতীলেখা !
' বেলশেষে'-র পর এবার ' বেলাশুরু'! নতুন ছবির শুটিং শুরু করে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। Photo Courtesy: Windows
advertisement
2/5
এই মুহূর্তে শান্তিনিকেতনে জোরকদমে চলছে ‘বেলাশুরু’-র শুটিং । কাস্টিং সিংহভাগই 'বেলাশেষে'-র সঙ্গে এক থাকছে। রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। Photo Courtesy: Windows
advertisement
3/5
তবে, কাস্টিং এক থাকলেও, 'বেলাশেষে'-র সিকুয়েল নয় 'বেলাশুরু'! সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। ' বেলাশেষে'-র পরতে পরতে ফুটে উঠেছিল সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙনের নানা সমীকরণ। 'বেলাশুরু'-র কেন্দ্রে রয়েছে শুধুই ভালবাসা! Photo Courtesy: Windows
advertisement
4/5
২০১৫ সাল! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি ‘বেলাশেষে'! সত্যজিৎ রায় পরিচালিত 'ঘরে বাইরে'-র ৩০ বছর বাদে সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বাতীলেখা সেনগুপ্তর কিংবদন্তী জুটি ফিরেছিল অনস্ক্রিনে! ছবিটি যে শুধুমাত্র সমালোচকদের তারিফ পেয়েছিল তাই নয়, বক্সঅফিসেও সাফল্যের জোয়ার এসেছিল! খোদ অমিতাভ বচ্চন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছিলেন ছবিটির। Photo Courtesy: Windows
advertisement
5/5
মাঝখানে কেটে গিয়েছে ৩-টে বছর! এই ক'বছরে আরও গুটিকয়েক সফল ছবি দর্শককে উপহার দিয়েছেন এই জুটি! হালের 'হামি' তো এখনও পর্যন্ত এ'বছরের সেরা সফল ছবি! তবে, কোথাও যেন 'বেলাশেষে'-র ম্যাজিকটা এখনও দর্শকমন ছুঁয়ে রয়েছে। আর তাই, ' বেলাশেষে'-র পর ‘বেলাশুরু’ করার কথা ভাবলেন নন্দিতা, শিবপ্রসাদ। কিছু দিন আগেই ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে--পরম ভরসার দুটি হাত পরস্পরকে আঁকড়ে রয়েছে! Photo Courtesy: Windows
বাংলা খবর/ছবি/বিনোদন/
শান্তিনিকেতনে 'বেলাশুরু' করলেন সৌমিত্র, স্বাতীলেখা !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল