সুপার 'কুল' দুর্গার পাশে অসুরের ভূমিকায় মীর!
- Published by:Arka Deb
Last Updated:
মোবাইল সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে মহিষাসুরের ভূমিকায় দেখা গেল সঞ্চালক - অভিনেতা মীর আফসার আলিকে।
advertisement
1/5

করোনার ভ্রুকুটিকে মাথায় রেখেই উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি। এবার একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে মহিষাসুরের ভূমিকায় দেখা গেল সঞ্চালক - অভিনেতা মীর আফসার আলিকে।
advertisement
2/5
মীর যখন অসুর, দেবী দুর্গার ভূমিকায় রয়েছেন আরেক সঞ্চালক দেবী সাহা।
advertisement
3/5
বিজ্ঞাপনের ফাঁকেই নানা পোজে ক্যামেরার সামনে ধরা দিলেন মীর আফসার আলি ও দেবী সাহা। নিউ এজ দুর্গা ও অসুর নিয়ে নেটিজেনরা উচ্ছ্বসিত।
advertisement
4/5
বিজ্ঞাপনের শ্যুটিং শেষ হয়েছে সম্প্রতি। কিছুদিনের মধ্যেই পুজোর বিজ্ঞাপন, হোর্ডিংয়ে শহর ছেয়ে যাবে নতুন দুর্গা ও অসুরের নানা ছবির কোলাজে।
advertisement
5/5
এই ধরনের শ্যুটিং বেশ উপভোগ করেছেন বলে জানিয়েছেন মীর। অন্য দিকে দেবীর কাছে আনন্দের বিষয় বাঙালির সবচেয়ে বড় উৎসব ও আবেগের অন্যতম মুখ তিনি।