Raima Sen: 'বলিউডের প্রথম সারির নায়িকা হওয়ার সুযোগ এসেও ফসকে যায়', বিস্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রী রাইমা সেনের
- Published by:Shubhagata Dey
Last Updated:
তাহলে কি বাংলা আর হিন্দি ছবির মধ্যে সামঞ্জস্য রাখতে পারেননি রাইমা? বিস্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রী রাইমা সেনের ...
advertisement
1/10

*খুব অল্প বয়সে শাবানা আজমির (Shabana Azmi) মতো পোড় খাওয়া অভিনেত্রীর সঙ্গে গডমাদার (Godmother) ছবিতে ডেবিউ করেছিলেন রাইমা সেন (Raima Sen)। দিদিমা সুচিত্রা সেনের (Suchitra Sen) সঙ্গে তাঁর মুখের আশ্চর্য মিল এবং অভিনয় প্রতিভা দেখে অনেকেই ভেবেছিলেন যে বলিউডে রাইমা ঠিক দাঁড়িয়ে যাবেন। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*১৯৯৯ সালে গডমাদারের পর তিনি আর যে হিন্দি ছবি করেননি তা নয়, কিন্তু কোথাও যেন একটা তাল কেটে গেল এরপর। বাংলাতেও প্রচুর ছবি করেছেন রাইমা। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*বলিউড চূড়ান্ত পেশাদারিত্ব ও প্রতিযোগিতার জায়গা। সেখানে প্রতি মুহূর্তে নিজেকে দৌড়ে সামিল রাখতে হয়। তাহলে কি বাংলা আর হিন্দি ছবির মধ্যে সামঞ্জস্য রাখতে পারেননি রাইমা? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*হনিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড (Honeymoon Travels Pvt Ltd) এবং পরিণীতার (Parineeta) মতো জনপ্রিয় ও বাণিজ্য সফল ছবি করেছেন রাইমা। কিন্তু বাংলা ছবিতে দেওয়া প্রতিশ্রুতির জন্য তিনি বলিউডের অনেক কাজ ছেড়ে দিয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*রাইমা জানিয়েছেন, “যখন এখানে কোনও ছবিতে কাজ করতাম, মুম্বই থেকে ফোন আসত যে আমি সেখানে দু’দিনের জন্য যেতে পারব কি না।” কিন্তু একটা ছবিতে কাজ করতে করতে আরেকটা ছবিতে কাজ করা রাইমার না-পসন্দ। তিনি বেছে কাজ করতে ভালোবাসেন। আর তাই হিন্দি ছবির অনেক কাজ তিনি স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*একটা ছবির কাজ শেষ করে তবেই তিনি অন্য কাজে হাত দেন রাইমা। হাতের কাছে যা পাচ্ছি তাতেই হ্যাঁ বলে দেওয়ার এই বাজারচলতি প্রথায় মোটেই সায় নেই অভিনেত্রীর। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*৪১ বছরের অভিনেত্রীর দেখতে দেখতে ২২-২৩ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখনও স্ক্রিন টেস্ট বিষয়টা নিয়ে ছুঁৎমার্গ যায়নি তাঁর। এত বছরে এই প্রথমবার তিনি স্ক্রিন টেস্ট দিলেন একটি ওটিটি প্ল্যাটফর্মের ছবির জন্য। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*অ্যামাজন প্রাইমে (Amazon Prime) দ্য লাস্ট আওয়ারে (The Last hour) কাজ করেছেন রাইমা। পরিচালক অমিত কুমারকে (Amit Kumar) তিনি বলেছিলেন মুম্বই এসে অডিশন দেবেন। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*কিন্তু পরিচালকের মনসুন শুটআউট (Monsoon Shootout) দেখে রাইমা বুঝতে পারেন এই পরিচালকের সঙ্গে কাজ না করলে তিনি আখেরে পস্তাবেন। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*এখন বলিউড থেকে টলিউড সবাই ওটিটির দিকে ঝুঁকলেও, বাংলায় প্রথমবার হ্যালো (Hello) বলে একটি সিরিজে কাজ করেছিলেন রাইমা। সফল এই সিরিজের তৃতীয় সিজন চলছে এখন। আপাতত দ্য লাস্ট আওয়ারের ভিউয়ারশিপ কেমন হয় সেই নিয়ে ভাবনা চিন্তা করছেন অভিনেত্রী। সংগৃহীত ছবি।