দশমীতে মা’কে বরণ করতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন সুদীপা, দেখুন ছবি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
অগ্নিদেবের আগের পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায় ৷ আর এ পক্ষের ছেলে আদিদেভ ৷ সকলকেই দেখা গেল পুজোর আনন্দে একসঙ্গে মিলেমিশে যেতে ৷
advertisement
1/9

• দুই ছেলে আকাশ ও আদিদেভ ৷ চট্টোপাধ্যায় বাড়ির দুই প্রজন্মের দুই ছেলেকে নিয়ে দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছিলেন অভিনেত্রী, সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় ৷ ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
2/9
• প্রতি বছরই শ্বশুরবাড়িতে বড় করে হয় দুর্গাপুজো ৷ সেই পুজোর তোড়জোড় ঘিরে গত কয়েকটা দিন খুবই ব্যস্ত ছিলেন সুদীপা ও তাঁর স্বামী, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ৷ ব্যস্ত ছিল বনেদীবাড়ির যৌথ পরিবার ৷ পুজোর আনন্দ থেকে বাদ গেলেন না চট্টোপাধ্যায় বাড়ির বড় ছেলে আকাশও ৷ ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
3/9
• অগ্নিদেবের আগের পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায় ৷ আর এ পক্ষের ছেলে আদিদেভ ৷ সকলকেই দেখা গেল পুজোর আনন্দে একসঙ্গে মিলেমিশে যেতে ৷ ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
4/9
• আর সেই ছবিই শেয়ার করলেন চট্টোপাধ্যায় পরিবারের গিন্নি ৷ সেখানে ফুটে উঠল গোটা পরিবারের ছবিটা ৷ লালপাড় সাদা গরদের শাড়িতে সুদীপা যেন নিজেই স্বয়ং দুর্গা ৷ সাদা পঞ্জাবীতে অগ্নিদেবকেও ভাল মানিয়েছিল ৷ বড় ছেলে আকাশও পরেছিলেন পাঞ্জাবী ৷ ছোট ছেলে আদিদেভের পরনে ছিল ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবী ৷ ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
5/9
• এ বছরের দুর্গা পুজোটা একেবারে আলাদা । এমন পুজো আগে দেখেনি বাংলা । শুধু বাংলা নয়, দেশের কোথাওই পুজোয় এ বছর তেমন জাঁক হয়নি । সৌজন্যে করোনা ভাইরাস । একটা খুদে বস্তু আমাদের দশ গোলে পরাস্ত করেছে । মহামারীর কারণে এ বছরের পুজোয় ছিল অনেক নিষেধাজ্ঞা । ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
6/9
• তেমন করে অঞ্জলি হল না, খাওযাদাওয়া, ঠাকুর দেখা, আমোদ-আহ্লাদ...সবেতেই মস্ত বড় ফাঁক থেকে গেল । কলকাতার বনেদীবাড়ি গুলির অ্যতম এই চট্টোপাধ্যায় বাড়ির পুজোও । এই পুজো ঘিরে প্রতি বছরই উন্মাদনা থাকে তুঙ্গে । সংবাদ মাধ্যম থেকে সেলিব্রিটি...সকলেই ভিড় করেন এই পুজো দেখতে । কিন্তু এ বছর বাড়ির আত্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল পুজো। ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
7/9
• তবে একাধিক ছবি, ভিডিও, ফেসবুক লাইভে ভার্চুয়ালি নিজের বাড়ির পুজো সকলকে দেখার সুযোগ করে দিয়েছিলেন সুদীপা । ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
8/9
• সোমবার ছিল দশমী...মা চলে গেলেন । আবার এক বছরের অপেক্ষা । তাই চোখে জলের ধারা যেন আর বাধ মানতে চাইছিল না । ছবি: সুদীপার ফেসবুক পেজ ।
advertisement
9/9
• বিজয়ায় মা’কে বরণ, সিঁদুর খেলা সবই হল । কিন্তু বিষাদের সুর মনে মধ্যে যেন বেজে গেল সারাক্ষণ । ছবি: সুদীপার ফেসবুক পেজ ।