TRENDING:

করোনা আক্রান্ত অপরাজিতা আঢ্য, তা সত্ত্বেও মা লক্ষ্মীকে সাজালেন নিজের হাতে

Last Updated:
২২ অক্টোবর অপরাজিতার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই গৃহবন্দি তিনি।
advertisement
1/8
করোনা আক্রান্ত অপরাজিতা আঢ্য, তা সত্ত্বেও মা লক্ষ্মীকে সাজালেন নিজের হাতে
• সময়টা ভাল যাচ্ছে না একেবারেই । ২০২০ সাল যেন সত্যিই বিশে বিষ । একের পর এক খারাপ খবর আসছে । তার সঙ্গে পৃথিবী জুড়ে শুরু হয়েছে অতিমারী করোনার দাপাদাপি । বহু তারকাদের আক্রান্ত হওয়ার খবরও এসেছে । এ বার করোনায় আক্রান্ত হলেন বড় পর্দা, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা অপরাজিতা আঢ্য । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/8
• ২২ অক্টোবর অপরাজিতার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই গৃহবন্দি তিনি। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/8
• তবে প্রতি বছর মতো ঘটা করে করতে পারবেন না লক্ষ্মী পুজো, এই জন্য মন খারাপ তাঁর। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/8
• তবে করোনার কারণে মা লক্ষ্মীর থেকে মুখ ফিরিয়ে থাকবেন তা কী করে হয় । প্রতি বছরই অপরাজিতার বাড়ির লক্ষ্মী পুজোয় ব্যাপক জাঁকজমক হয় । এ বছর অতটা না হলেও পুজো তো আর বন্ধ করে দেওয়া যায় না । তাই হাজার শরীর খারাপ নিয়েও মা’কে নিজের হাতে সাজালেন অপরাজিতা । সেই ছবি শেয়ারও করলেন ইনস্টাগ্রামে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/8
• অপূর্ব মা লক্ষ্মীর মূর্তিকে প্রতি বছরের মতোই শাড়ি, গয়নায় নিপূণ হাতে সাজিয়ে তুললেন তিনি । তারপর লিখলেন ‘‘আমার মা কে ঠিক সাজাতে পেরেছি ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/8
• অভিনেত্রীর শাশুড়ি, ননদ, খুড় শ্বশুর, বাড়ির মোট চার জন সদস্য করোনা আক্রান্ত। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/8
• তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় বাড়িতেই রয়েছেন সকলে। সেরকম কোনও শারীরিক কষ্ট নেই অভিনেত্রীরও। ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/8
• বলিউড, টলিউডে সর্বত্রই করোনার ছড়াছড়ি । বচ্চন পরিবার থেকে শুরু করে টলিউডের মল্লিক পরিবার, সাম্প্রতিককালে সৌমিত্র চট্টোপাধ্যায়....তালিকাটা অনেক লম্বা । তবে এখনও পর্যন্ত প্রায় সকলেই সুস্থ হয়ে উঠেছেন এটাই আশার খবর। ছবি: ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
করোনা আক্রান্ত অপরাজিতা আঢ্য, তা সত্ত্বেও মা লক্ষ্মীকে সাজালেন নিজের হাতে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল