'শুধু তুমি আর আমি, সাক্ষী সূর্য !' সমুদ্রতটে দাঁড়িয়ে প্রিয় মানুষটির জন্য বললেন স্বস্তিকা...
Last Updated:
advertisement
1/7

স্বস্তিকা মুখার্জি রয়েছেন দারুণ মুডে ৷ প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটচ্ছেন তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/7
জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন অনেকটাই গুছিয়ে নিয়েছেন নিজেকে ৷ তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটিই হল তাঁর মেয়ে অন্বেষা ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/7
স্বস্তিকা মানেই যেন বিতর্ক ! কখনও প্রেমিক বদল বা কখনও প্রেমিকের জন্য নিজেকে ক্ষত বিক্ষত করা ! এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ কিন্তু এসবে পাত্তা দেন না তিনি ৷ একমাত্র মেয়েই তাঁর সেরা সঙ্গী, স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বস্তিকা ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/7
মেয়ে অন্বেষা এখন এই শহর ছেড়ে মুম্বইয়ে ৷ উচ্চশিক্ষার জন্য ৷ এখন তো অভিনেত্রী নিজেও মুম্বইয়ে ৷ তাই মেয়ের থেকে দূরে থাকতে হয় না ৷ কারণ পরিবার তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ আর মেয়ে তো চোখের মণি ! Photo Courtesy: Instagram
advertisement
5/7
মা ও মেয়ের সম্পর্কও এমন ৷ দু’জনেই দু’জনের কাছে স্বচ্ছ্ব ৷ মেয়ের থেকে কোন কিছুই লুকোন না তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
6/7
মেয়ের সঙ্গেই চলে তাঁর সব পাগলামি ! তাদের দেখে একটা কথাই মনে হয়, যে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কই সব থেকে নির্ভেজাল ৷ কোন চাওয়া পাওয়া থাকে না তাতে ৷ থাকে শুধুই অফুরান ভালবাসা ! Photo Courtesy: Instagram
advertisement
7/7
বিয়ে টেকেনি নায়িকার ৷ তবে খাতায় কলমে ভাঙেওনি ৷ স্বামীর তাঁকে অত্যাচার করতেন বলে ঘর ছেড়েছিলেন তিনি ৷ কিন্তু সন্তানের অধিকার তিনিই পান ৷ সেই মেয়েই স্বস্তিকার জীবনের আনন্দের অন্যতম রসদ ৷ Photo Courtesy: Instagram