TRENDING:

কী হল শ্রীলেখা মিত্রের...দেখুন তাঁর 'পাল্টে যাওয়া'-র ছবি !

Last Updated:
advertisement
1/8
কী হল শ্রীলেখা মিত্রের...দেখুন তাঁর 'পাল্টে যাওয়া'-র ছবি !
এ কী করছেন শ্রীলেখা মিত্র ? চক্রাসনে মজেছেন যে ! ছবিটি নিজেই পোস্ট করেছেন আর লিখেছেন উল্টে দেখ পাল্টে গেছি ! Photo Courtesy: Facebook
advertisement
2/8
শ্রীলেখাকে এখন ঘনঘন জিমে দেখা যাচ্ছে ৷ নিময় করে শরীরচর্চা করছেন তিনি ৷ নিজেই সে ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করছেন ৷ এই ছবিটাই যেমন ৷ ক্যাপশান দিয়েছেন, 'ছবিই সবটা বলে দিচ্ছে' ৷ Photo Courtesy : Facebook
advertisement
3/8
কোর ট্রেনিং হোক বা ওয়েট ট্রেনিং ৷ কোন কিছুই বাদ রাখছেন না শ্রীলেখা ৷ জবরদস্ত চলছে তাঁর ট্রেনিং সেশন ৷ Photo Courtesy : Facebook
advertisement
4/8
শ্রীলেখা চিরকালই খুব স্পষ্ট বক্তা ৷ রাখঢাখ না রেখেই কথা বলতে পছন্দ করেন তিনি ৷ সোজাসাপটা কথা বলে অপ্রিয় হওয়ার ভয় নেই তাঁর ৷ নিজের ওপর বিশ্বাস ও কাজের প্রতি দায়বদ্ধতাই তাঁর মূল ফোকাস ৷ Photo Courtesy : Facebook
advertisement
5/8
তাই তো তাঁর ওয়ার্কআউটের ছবিও অনায়াসে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ বলিউডে এই চল থাকলেও বাংলা ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে এই প্রবণতা কমই দেখা যায় ৷ অভিনেত্রীদের এক্সারসাইজের ছবি সচরাচর দেখা যায় না ৷ কিন্তু শ্রীলেখা যে সব সময়ই হটকে ! Photo Courtesy : Facebook
advertisement
6/8
তাই তো এমন ছবি পোস্ট করতে পারেন তিনি ৷ দেখুন পায়ের তলায় কেমন রং লাগিয়েছেন অভিনেত্রী ৷ আসলে জীবেনর প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান এই অভিনেত্রী ৷ ওয়ার্কআউটও মজা খুঁজে নিতে এমন তাঁর চাল ! তিনি সর্বদা সাবলীল, বিন্দাস ! Photo Courtesy : Facebook
advertisement
7/8
শুধু ছবি নয়, অন্য অনেক কাজে মন দিয়েছেন তিনি ৷ শ্রীদেবীর প্রতি ট্রিবিউট জানিয়ে একটি অনুষ্ঠান করেন বাংলার শ্রী ৷ এছাড়াও একটি ভিন্নধর্মী ফ্যাশন শোর আয়োজন করেন যেখানে সমাজের দুঃস্থ মানুষদের মডেল হিসেবে দেখা যায় ৷ কিন্তু যেই প্রশ্ন ছিল, কেন ঘনঘন জিমে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ? নিজেই সেই উত্তর দিয়েছেন ৷ Photo Courtesy : Facebook
advertisement
8/8
দেখুন কী লিখছেন অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করছেন যে আবার শুরু শরীরচর্চা, না হলে নাকি কাজ দেবেন না পরিচালকরা ! এটা বলা তাঁর পক্ষেই সম্ভব ৷ অভিনেত্রী হতে হলে জিরো ফিগারের নন প্রয়োজন দাপুটে অভিনয়ের ৷ নিজের এই বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা যেন ব্যাঙ্গই করেছেন শ্রীলেখা ৷ সম্প্রতি তাঁর ছবি রেইনবো জেলি দারুণ সাড়া পেয়েছে ৷ পরী পিসির চরিত্রে শ্রীলেখা আবার বুঝিয়েছেন অভিনেত্রী হিসেবে তাঁর জাত ৷ Photo Courtesy : Facebook
বাংলা খবর/ছবি/বিনোদন/
কী হল শ্রীলেখা মিত্রের...দেখুন তাঁর 'পাল্টে যাওয়া'-র ছবি !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল